ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশিত: ২৩:৪৬, ৩১ জুলাই ২০১৭

শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে চাঞ্চল্যকর নিজাম উদ্দিন হত্যা মামলায় আবেদ আলী (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। আবেদ আলী সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের সিরাজ আলীর পুত্র। তবে ঘটনার পর থেকেই আবেদ আলী পলাতক রয়েছে। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০০৯ সালের ১২ জানুয়ারি সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় কৃষক নিজাম উদ্দিন। পরে ওইদিনই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নিজাম উদ্দিন। ওই ঘটনায় নিজাম উদ্দিনের ছেলে মীরজাহান বাদী হয়ে আবেদ আলীসহ ১৩ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ওই ১৩ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসকসহ ৮ জন সাক্ষীর জবানবন্দি-জেরা গ্রহণ করা হয়।
×