ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনিয়োগকারীদের নিয়ে এগিয়ে যেতে চায় বিবিএস কেবল

প্রকাশিত: ২২:২২, ৩১ জুলাই ২০১৭

বিনিয়োগকারীদের নিয়ে এগিয়ে যেতে চায় বিবিএস কেবল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিবিএস কেবলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার বলেছেন, শেয়ারহোল্ডারদেরকে সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায় বিবিএস কেবল। আইপিওতে কোম্পানি যে পরিমান সাড়া পেয়েছে তাতে কোম্পানিকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতা বেড়ে গেছে ব্যবস্থাপনা পরিচালনার। সোমবার কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার পূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বিবিএস কেবলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার ও ডিএসইর লিস্টিং বিভাগের প্রধান শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এম মাজেদুর রহমান, সিএফও আব্দুল মতিন পাটোয়ারী, বিবিএস কেবলের চেয়ারম্যান বদরুল হাসান, পরিচালক রুহুল মাজিদ, কোম্পানি সচিব নাজমুল হাসান, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হামদুল ইসলাম, ছেটকমের ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকৌশলী আবু নোমান হাওলাদার আরো বলেন, ‘বিবিএস কেবল ব্যবসার শুরু“ থেকেই প্রবদ্ধির ধারা অব্যাহত রেখেছে। আগামী দিনেও শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়ে এ ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। বিবিএস ক্যাবলসকে দেশের নাম্বার ওয়ান ক্যাবল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সবার সহযোগিতা চাই।’
×