ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটারদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন ক্লার্ক

প্রকাশিত: ১৯:২০, ৩১ জুলাই ২০১৭

ক্রিকেটারদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন  ক্লার্ক

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিক নিয়ে ঝামেলা কিছুতেই মিটছে না। এক মাসেরও বেশি হয়ে গেল দু’পক্ষের দ্বন্দ চলছে তো চলছেই। এর ফলে সে দেশের প্রায় ২৩০ জন ক্রিকেটার বেকার হয়ে রয়েছেন। এমন অবস্থায় দেশের ক্রিকেটারদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন মাইকেল ক্লার্ক। সাবেক এই অজি অধিনায়কের বক্তব্য, ‘‘সোমবারের মধ্যে যদি কোনও মিটমাট না হয়, তা হলে ক্রিকেটারদের আইনের সাহায্য নেওয়া উচিত। ’’ এই প্রসঙ্গে ক্লার্ক অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলকে বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বোর্ড এই পরামর্শ কেন দিচ্ছে আমি জানি না। আমার মনে হয়, ওরা বোকামি করছে। ক্রিকেটারদের না করার কোনও জায়গা নেই। ওদের তো মাঠে ফিরতে হবে। ’’ অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ সফর রয়েছে। এরপর ভারতে আসার কথা ওয়ান ডে সিরিজের জন্য। ভারত থেকে ফেরার পর ঘরের মাঠে অ্যাসেজ। অ্যাসেজের আগে কোনও সিরিজই ছাড়া চলবে না বলে মনে করেন ক্লার্ক। তিনি বলেন, ‘‘অ্যাসেজের আগে যদি আমাদের দল একসঙ্গে কয়েকটা ম্যাচ না খেলে, তা হলে খুব খারাপ ফল হবে। তাই ভারতীয় উপমহাদেশে ওদের যাওয়াটা খুবই জরুরি। এইসব বিতর্কের জন্য যদি আমাদের ছেলেরা খেলতে না পারে, তা হলে এর চেয়ে লজ্জার আর কিছু থাকবে না। ’’
×