ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ১৮:৪৫, ৩১ জুলাই ২০১৭

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার॥ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুক হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) দায়ের করা দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। এর আগে চলতি বছরের ১৫ মার্চ এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে বিচারপতি ফজলুল হকের করা এক আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি মো. শওকত হোসাইন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে সে আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি। আজ শুনানি শেষে মামলাটির কাযক্রম স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। বর্তমানে মামলাটি ঢাকা বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ২০০৮ সালের ১৩ এপ্রিল রাজধানীর রমনা থানায় ফজলুল হকের বিরুদ্ধে এ অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, ফজলুল হক উপদেষ্টা থাকাকালীন অবৈধভাবে ১ কোটি ২৮ লাখ টাকা অর্জন করেছেন। ১৪ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
×