ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচনের রোডম্যাপ সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ আজ

প্রকাশিত: ০৯:১৩, ৩১ জুলাই ২০১৭

জাতীয় নির্বাচনের রোডম্যাপ সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ আজ

স্টাফ রিপোর্টার ॥ ইসি ঘোষিত একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের এজেন্ডা অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক সংলাপ। নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপের প্রথম দিন আজ সোমবার সুশীল সমাজের সঙ্গে আলোচনায় বসছে ইসি। ইসি কর্মকর্তারা বলছেন বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের ষষ্ঠতলায় ইসির সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইসির সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য সুশীল সমাজের ৫৯ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, রোডম্যাপের আলোকেই সংলাপের এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। সুশীল সমাজের সঙ্গে আজকের সংলাপে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ আইন যুগোপযোগী করা, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে পরামর্শ, ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার বিষয়ে পরামর্শ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দল নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনাসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির বিষয় মতামত গ্রহণ সংলাপের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
×