ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরার অনুমতি হাইকোর্টের

প্রকাশিত: ০৯:১১, ৩১ জুলাই ২০১৭

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরার অনুমতি হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, এ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং তাদের সহযোগিতা করেন জাকির হোসেন ভূঁইয়া। গত ২১ জুন পাঁচ সাক্ষীকে জেরা করার সুযোগ চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। চার সাক্ষী হলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মুকবুল আহমেদ, স্টান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আমিরুল ইসলাম, স্টান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার অমলকান্তি চক্রবর্তী, দুদকের উপ-সহকারী পরিচালক চৌধুরী এম এন আলম।
×