ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভ্যাটের আওতাবৃদ্ধি ও বকেয়া আদায় করে রাজস্ব ঘাটতি পূরণের পরিকল্পনা

প্রকাশিত: ০৭:৫১, ৩১ জুলাই ২০১৭

ভ্যাটের আওতাবৃদ্ধি ও বকেয়া আদায় করে রাজস্ব ঘাটতি পূরণের পরিকল্পনা

সংসদ রিপোর্টার ॥ ভ্যাটের আওতা বাড়িয়ে ও বকেয়া আদায়ের মাধ্যমে বাজেটের রাজস্ব ঘাটতি পূরণের পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ার কারণে সৃষ্ট ২০ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ হয়েও উদ্বৃত্ত থাকবে বলে সংসদীয় কমিটির বৈঠকের উপস্থাপিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার্যপত্রে দাবি করা হয়েছে। ওই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই কার্যপত্রের ওপর বিস্তারিত আলোচনা হয়। কার্যপত্রে বলা হয়, এবার অতিরিক্ত শুল্ক আরোপে সিগারেট ও বিড়ি খাত থেকে ৫ হাজার কোটি টাকা আদায় হবে। ব্যাংক হিসাব ও বিমানের টিকেট থেকে আবগারি শুল্ক হিসাবে ৫০০ কোটি টাকা আসবে। এছাড়া ফাস্টফুডের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক থেকে ১০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে। কার্যপত্রে আরও বলা হয়েছে, রাজস্ব আদায়ের মনিটরিং জোরদারসহ এনবিআরের মাধ্যমে বকেয়া রাজস্ব আদায় ও কর প্রতিপালন বাড়ানোর মাধ্যমে আরও ২ হাজার কোটি রাজস্ব আহরণ সম্ভব। এছাড়া ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ অর্থনৈতিক স্বাভাবিক প্রবৃদ্ধির কারণে অতিরিক্ত ৯ হাজার ৩০০ কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে ঘাটতির পরিমাণ কমে দাঁড়াবে ৫ হাজার ২০ কোটি টাকা। এই ঘাটতি পূরণে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট কমিশনারেটের বড় মামলা নিস্পত্তি মাধ্যমে অর্জন করা সম্ভব বলে আশা করছে। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে পাওনা দুই হাজার কোটি টাকা এবং পেট্রোবাংলার কাছে পাওনা ২২ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে কমিটিকে জানানো হয়। সংসদীয় কমিটির সভাপতি ড. মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোঃ আবদুল ওয়াদুদ, নাজমুল হাসান পাপন, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোঃ শওকত চৌধুরী ও আখতার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গমাতার জন্মদিন জাতীয়ভাবে পালনের সুপারিশ আগামী ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের জন্মদিন। ওই দিনটিকে জাতীয়ভাবে পালনের সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সুপারিশ বাস্তবায়নে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিন জাতীয়ভাবে পালনের সুপারিশ করলে বৈঠকে উপস্থিত প্রতিমন্ত্রী তাতে একমত প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হবে বলে তিনি কমিটিকে জানান। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেনÑ কমিটি সদস্য ফজিলাতুন নেসা, মনোয়ারা বেগম, আমিনা আহমেদ, সালমা ইসলাম ও রিফাত আমিন এবং মহিলা ও শিশুবিষয়ক সচিব নাসিমা বেগমসহ সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য রিফাত আমিন সাংবাদিকদের জানান, তরুণ প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের জীবন সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের কারাবাসকালে আওয়ামী লীগ ও অংগসংগঠনগুলোকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগঠিত করা এবং তার দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ৮ আগস্ট জাতীয়ভাবে পালনের সুপারিশ করা হয়েছে। সুপারিশটি মন্ত্রিপরিষদে অনুমোদিত হলে বঙ্গমাতার জন্মদিন জাতীয়ভাবে বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের অবদানকে তুলে ধরা সম্ভব হবে। বৈঠকে কিশোর-কিশোরী ও পথশিশুদের জীবন দক্ষতা উন্নয়নে চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার তাগিদ দেয়া হয়।
×