ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সারাদেশে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৪৮, ৩১ জুলাই ২০১৭

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সারাদেশে বিক্ষোভ

নবম ওয়েজ বোর্ড গঠন এবং ৫৭ ধারা বাতিলের দাবিতে সারাদেশে সাংবাদিকরা রবিবার বিক্ষোভ-সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র উদ্যোগে সচিবালয়ের ১নং গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। খবর বাসস’র। আগামী ১৫ আগস্টের মধ্যে ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে আগামী ১৬ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের ঘোষণা দেন তিনি। সমাবেশে তিনি অভিযোগ করেন, মালিকদের সঙ্গে আঁতাত করে নবম ওয়েজ বোর্ড গঠন বিলম্বিত করা হচ্ছে। অতীতে সাংবাদিকরা যেভাবে রাজপথে নেমে দাবি আদায় করেছে প্রয়োজনে সেভাবে রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করা হবে। বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ ভেঙ্গে গেলে গণতন্ত্রও ভেঙ্গে যাবে। প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার পরেও ওয়েজ বোর্ড গঠনে বিলম্ব করে সাংবাদিকদের রাজপথে আন্দোলনে নামাতে বাধ্য করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করার দাবি জানান। সমাবেশ শেষে সাংবাদিকরা এক বিক্ষোভ মিছিল বের করে তোপখানা সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেনÑ বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা হক মিনু ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি কেএম শহীদুল হক। সাংবাদিক নেতৃবৃন্দ জানান, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন পৃথকভাবে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে স্থানীয়ভাবে একই বিক্ষোভ সমাবেশ পালন করেছে।
×