ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০৬, ৩১ জুলাই ২০১৭

উন্নয়ন অব্যাহত  রাখতে আওয়ামী লীগের বিকল্প  নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের এখন থেকেই মাঠে থাকার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন ভ-ুল করা যাবে না মন্তব্য করে দলের এই সিনিয়র নেতা নাসিম আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন। তিনি রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে তিনি জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সহধর্মিণীর নামে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে কাজীপুরে বেগম আমেনা মনসুর টেক্সাইল ইজ্ঞিনিয়ারিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, প্রকল্প পরিচালক পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিীকা, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন। পরে তিনি সরকারী কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। দলীয় সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে মন্তব্য করে নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। তাই আওয়ামী লীগ জনগণকে ভয় করে না। জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে। মোজাম্মেল হক বকুল, দলের সাধারণ সম্পাদক উপজেলা কাজীপুর থেকেই এ বিজয় নিশ্চিত করতে হবে। দলীয় সমাবেশে সভাপতিত্ব করেনÑ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়। এছাড়াও উপজেলা চেয়ারমান মোজাম্মেল হক বকুল ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
×