ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পৌর কাউন্সিলর রুমকিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৬:০৫, ৩১ জুলাই ২০১৭

পৌর কাউন্সিলর রুমকিসহ  গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় অপবাদ দিয়ে ধর্ষিতা তরুণী ও তার মাকে জোরপূর্বক নিয়ে এসে মারধর ও চুল কেটে মাথা মু-ন করে দেয়ার অন্যতম অভিযুক্ত পলাতক পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ও তার মা রুমি খাতুন রবিবার রাতে পাবনা থেকে গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, ধর্ষণ অপহরণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ওই দু’জন অন্যতম অভিযুক্ত। শহরের চকসূত্রাপুরের কসাইপাড়া এলাকার তুফান সরকার তার বাড়িতে ভাল কলেজে ভর্তি করার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করে। এর ১০ দিন পর ধর্ষিতা তরুণী ও তার মাকে তুফান সরকারের পরিবারের লোকজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মার্জিয়া হাসান রুমকির বাড়িতে জোরপূর্বক ধরে এনে অপবাদ দিয়ে নির্যাতন করা হয়। ঘটনার পর থেকেই তুফানের স্ত্রী আশা, তার বড় বোন রুমকি ও শাশুড়ি (ধর্ষক তুফানের) রুমি খাতন পালিয়ে যায়। দু’দিন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর রবিবার বগুড়ার ডিবি পুলিশ পাবনার পৌর এলাকা থেকে রুমকি ও তার মাকে গ্রেফতার করে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই দু’জন পাবনায় এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিল। তাদের বগুড়ায় আনা হচ্ছে।
×