ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন পরিচালনার দায়িত্ব ইসির ॥ স্পীকার

প্রকাশিত: ০৫:৩০, ৩১ জুলাই ২০১৭

নির্বাচন পরিচালনার দায়িত্ব ইসির ॥ স্পীকার

স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) ওপর ন্যস্ত এবং কমিশন সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করে থাকে। স্পীকারের সঙ্গে রবিবার সফররত ৫ সদস্যের ইউএন ইলেক্ট্ররাল নিডস এসেসমেন্ট মিশন প্রতিনিধি দল তার কার্যালয়ে সাক্ষাত করলে তিনি তাদের এ কথা জানান। এ সময় তারা সংসদীয় গণতন্ত্র, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নির্বাচনে নারীদের অংশগ্রহণ, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইতোপূর্বে জাতিসংঘের সহযোগিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্পীকার বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে অনেক উন্নতি সাধন করেছে। আইসিটি খাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। -বাসসর আট কোটি মানুষই ভূমিকম্পেরউচ্চ ঝুঁকিতে
×