ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাজী মোতাহের হোসেনের আদর্শে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত: ০৫:২৯, ৩১ জুলাই ২০১৭

কাজী মোতাহের হোসেনের  আদর্শে অসাম্প্রদায়িক  চেতনায় এগিয়ে  আসার আহ্বান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জ্ঞানতাপস অধ্যাপক কাজী মোতাহার হোসেন ছিলেন মানুষ গড়ার কারিগর। তার গবেষণাকর্ম জাতীয়ভাবে ও আন্তর্জাতিকভাবে বিশেষ ভূমিকা রেখেছে। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি রয়েছেন আমাদের চেতনায়, আদর্শে আর জাতীয় ঐতিহ্যে। তিনি শুধু দেশে নয় সারা বিশ্বের মানুষের স্মৃতিতে জীবিত থাকেন সর্বদাই। নতুন প্রজন্মকে তার জীবনাদর্শ থেকে মনুষ্যত্বের শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক চেতনায় সমাজ ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন, পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সন্জীদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘তিন অধ্যাপক : এক জীবনাদর্শ’ শীর্ষক স্মারক বক্তৃতা পাঠ করেন লিয়াকত আলী খান ও আব্দুস সবুর চৌধুরী। স্মারক বক্তৃতার তিন অধ্যাপক হলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন ও গোবিন্দ চন্দ্র দেব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ জলিল এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ ইশরাত রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন। ¯স্নাতকোত্তর ও ¯স্নাতকোত্তর পরীক্ষায় ভাল ফলের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ৬ জন শিক্ষার্থীকে কাজী মোতাহার হোসেন পদক ও বৃত্তি প্রদান করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাসমিয়া সাদ সুতপা, মোঃ মাইনুল ইসলাম, রওনাক জাহান তামান্না, মোঃ রেজোয়ান হক, অভিজিত চন্দ্র অধিকারী ও নাসরিন লিপি। এছাড়া, অনুষ্ঠানে সমকালীন প্রেক্ষাপটে কাজী মোতাহার হোসেন রচনা প্রতিযোগিতায় ৩ শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়।
×