ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএফএমআইতে নিউরো সায়েন্স বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশিত: ০৫:২৭, ৩১ জুলাই ২০১৭

এএফএমআইতে  নিউরো সায়েন্স  বিষয়ে বৈজ্ঞানিক  সেমিনার

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় নিউরো সায়েন্স বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার রবিবার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটের (এএফএমআই) মেজর জেনারেল এম সামসুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাপুরের গ্লেনেগ্লেস হাসপাতালের বিশিষ্ট নিউরোসার্জন প্রফেসর টিমোথি লি কাম ইউ। সশস্ত্র বাহিনীর রোগীদের ¯œায়ুরোগ বিষয়ে চিকিৎসা সেবা প্রদানে উন্নত চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার সম্বন্ধে জ্ঞান বিনিময়ের জন্য এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল থিম ছিল সুস্থ মস্তিষ্ক সুস্থ জাতি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান, কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মোঃ আব্দুল আলী মিয়া, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ফসিউর রহমান এবং আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল দেবাশীষ সাহা এবং সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আইএসপিআর
×