ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসিসি কাপে ম্যানচেস্টার সিটির সহজ জয়

প্রকাশিত: ০৫:০০, ৩১ জুলাই ২০১৭

আইসিসি কাপে ম্যানচেস্টার সিটির সহজ জয়

স্পোর্টস রিপোর্র্টার ॥ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) আরও একটি দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে এবার পেপ গার্ডিওলার দল সহজেই ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে। সিটির হয়ে গোলগুলো করেন জন স্টোন্স, রাহিম স্টার্লিং ও ব্রাহিম দিয়াজ। নিসান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্পার্সদের ওপর চড়াও হয়ে খেলে সিটি। অবশ্য ম্যাচের প্রথম সুযোগটি পায় টটেনহ্যাম। তৃতীয় মিনিটে ডেলে আলির প্রচেষ্টা সিটি গোলরক্ষক এডারসন আটকে দেন। এরপর থেকেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যান সিটি। ফল পেতেও বিলম্ব হয়নি। ১০ মিনিটে দুর্দান্ত এক হেডে সিটিকে এগিয়ে নেন জোন্স। ডানদিক থেকে কেভিন ডি ব্রুইনের ফ্রিকিক থেকে স্টোন্সের হেড স্পার্স গোলরক্ষক হুগো লোরিসকে পরাস্ত করে। প্রথমার্ধের শেষের দিকে টটেনহ্যাম সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু হ্যারি কেনের শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। এরপর ম্যান সিটি বারবার শুধু লোরিসের পরীক্ষাই নিয়েছে। বিরতির পর গ্যাব্রিয়েল জেসুস ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন। বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনের পাস থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার। ৬০ মিনিটে সিটির পক্ষে মাঠে নামেন সার্জিও এ্যাগুয়েরো। আর্জেন্টাইন তারকা মাঠে আসার পর থেকেই সিটি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। দুইবার তার শট টটেনহ্যাম বদলি গোলরক্ষক মাইকেল ভর্ম কোনরকমে রক্ষা করেন। শেষ পর্যন্ত ৭২ মিনিটে সফল হয় দলটি। ফরাসী উইঙ্গার সামির নাসরির সহায়তায় স্টার্লিং ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা করতে থাকে টটেনহ্যাম। তবে পাল্টা আক্রমণে উল্টো আরও এক গোল হজম করে তারা। সিটির তিন নম্বর গোলটি করেন দিয়াজ। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন সিটি কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী খেলেছে ছেলেরা। এ ধারাবাহিকতা নতুন মৌসুমে ধরে রাখাই হবে মূল লক্ষ্য। আগামী সপ্তাহে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে ম্যানসিটি ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে। অন্যদিকে ৫ আগস্ট টটেনহ্যাম ওয়েম্বলি স্টেডিয়ামে জুভেন্টাসের বিরুদ্ধে খেলবে। এর আগে গত বুধবার স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল সিটিজেনরা।
×