ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিক্রির জন্য নয় সানচেজ

প্রকাশিত: ০৪:৫৯, ৩১ জুলাই ২০১৭

বিক্রির জন্য নয় সানচেজ

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীষ্মকালীন দলবদলে এ্যালেক্সিস সানচেজও আলোচনার তুঙ্গে। আর্সেনালের চিলিয়ান স্ট্রাইকারকে পেতে আগ্রহী ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেই এবং বেয়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। তবে আরও একবার সানচেজকে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন গানারদের অভিজ্ঞ কোচ আর্সেন ওয়েঙ্গার। তার দাবি, ট্রান্সফার মার্কেটে চলমান গুজবকে মিথ্যা প্রমাণ করে সানচেজ আর্সেনালেই থেকে যাবে। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাবটির সঙ্গে সানচেজের চলমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম বাকি। নতুন চুক্তিতে ইতোমধ্যেই অস্বীকৃতি জানিয়েছেন এই চিলিয়ান তারকা। দলবদলের বাজারে গুজব রয়েছে আর্সেনাল ছেড়ে সানচেজ চ্যাম্পিয়ন্স লীগের কোন বড় ক্লাবে চলে যাচ্ছেন। কনফেডারেশন্স কাপে খেলার পর চিলির জাতীয় দল থেকে সানচেজ আর্সেনালের প্রাক-মৌসুম অনুশীলনে এখনও যোগ দেননি। রবিবার ইংল্যান্ডে ফেরার কথা থাকলেও জ্বরের কারণে তার আসা দু’দিন পিছিয়ে গেছে। এর ফলে আর্সেনাল সমর্থকরা ইতোমধ্যেই আশঙ্কা করা শুরু করেছেন হয়তো তারা আর তাদের প্রিয় তারকাকে পাবেন না। কিন্তু শনিবার এ্যামিরেটস কাপে আর্সেনাল ৫-২ গোলে বেনফিকাকে হারানোর পর ওয়েঙ্গার সাফ জানিয়ে দেন, ‘এখনও কিছুই হয়নি, পরিস্থিতি একই আছে। সে অবশ্যই এখনও আমাদের সঙ্গেই আছে। বর্তমানে সে মৌসুমী জ্বরে ভুগছে। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরে আসার কথা আমাকে জানিয়েছে সে। আমরা তার চিকিৎসকের সঙ্গেও সবসময়ই যোগযোগ রাখছি। এখানে অন্য কিছু ভাবার কোন কারণ নেই। আমি কখনই বলব না তার সঙ্গে আমার কি নিয়ে কথা হয়েছে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত আলোচনা।’ নিজের চুক্তি নিয়েও গত মৌসুমের শেষেও প্রায় একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু ওয়েঙ্গার বিষয়টিকে একই রকম বলছেন না। তার মতে, এবারের পরিস্থিতি ভিন্ন। একজন কোচ তার সার্বিক দৃষ্টিভঙ্গি থেকেই ক্লাবকে বিবেচনা করে থাকে। আমি মনে করি, যে সমস্ত খেলোয়াড়ের চুক্তি আর মাত্র এক বছর বাকি আছে তাদের অবশ্যই ক্লাবের প্রতি শ্রদ্ধা দেখান উচিত। দলবদলের দরজা খোলার পর থেতে এখন পর্যন্ত মাত্র দুইজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে আর্সেনাল। ক্লাব রেকর্ড গড়ে ৫২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে তারা দলভুক্ত করেছে আলেক্সান্দ্রে লাকাজেত্তিকে। আর বিনা ট্রান্সফার ফিতে গানাররা দলে ভিড়িয়েছে ফুলব্যাক সায়েদ কোলাসিনাককে। দল বদলের দরজা বন্ধ হওয়ার আগমুহূর্তে লীগ ওয়ানে ওয়েঙ্গার শেষবারের মতো হানা দিতে পারেন বলে গুজব রয়েছে। সেখানে তাদের লক্ষ্য মোনাকোর দুই তারকা থমাস লেমার ও কিলিয়ান এমবাপ্পে। তরুণ প্রতিভাবান স্ট্রাইকার এমবাপ্পের জন্য দলবদলের বাজারে মূল্য ওঠেছে ১৮০ মিলিয়ন পাউন্ড। আর বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য প্যারিস সেন্ট জার্মেই ২২২ মিলিয়ন ইউরো পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত রয়েছে বলে গুজব। তবে দলের শক্তি বাড়ানোর জন্য আর্সেনাল এখনও তৎপর রয়েছে বলে জানান ওয়েঙ্গার। তিনি বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্তই আমরা সক্রিয়। আমি মনে করি সত্যিকার অর্থে দলের উন্নতির জন্য দুটি পন্থা রয়েছে। প্রথমটি হচ্ছে দলের সব খেলোয়াড়ের মান প্রশিক্ষণের মাধ্যমে উন্নতি ঘটানো, যেটি বর্তমানে আমরা করে যাচ্ছি। আর দ্বিতীয়টি হচ্ছে বেশি করে সেরা মানসম্পন্ন খেলোয়াড়কে দলভুক্ত করা।’ ওয়েঙ্গার মনে করেন, বর্তমানে সমস্যা হচ্ছে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের দলে ভেড়ানো। কারণ এই মুহূর্তে সর্বত্র অর্থের ছড়াছড়ি। সাধারণ মানের একজন খেলোয়াড়ও এই মুহূর্তে প্রচুর অর্থ পাচ্ছে। পাশাপাশি বড় ক্লাবগুলো একই খেলোয়াড়কেই দলে ভেড়ানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। যার ফলে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটছে। সম্ভবত এবারই আমরা প্রথমবারের মতো ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ ব্যয় করতে যাচ্ছি। অথচ নেইমারের জন্যই ৩০০ মিলিয়ন পাউন্ড এবং এমবেপ্পির জন্য ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করতে চায় শীর্ষ ক্লাবগুলো।
×