ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যত যুদ্ধ বাইরে, মাঠে বন্ধুত্বের পক্ষেই মাশরাফি

প্রকাশিত: ০৪:৫৭, ৩১ জুলাই ২০১৭

যত যুদ্ধ বাইরে, মাঠে বন্ধুত্বের পক্ষেই মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে যখনই ক্রিকেট খেলা হয়, উত্তেজনা বেড়ে যায়। আলাদা রকম উত্তাপ তৈরি হয়। সেটি ক্রিকেটপ্রেমীদের মাঝেই বেশি দেখা যায়। অথচ বাংলাদেশ ও ভারত ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। কলকাতায় ‘সেরা বাঙালী-২০১৭’ পুরস্কার পেয়ে এমনটিই বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুইদেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে বলেছেন, ‘আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক মোটেই খারাপ নয়। সে মাঠে বলুন বা মাঠের বাইরে। এই তো সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামে হারার পরও আমরা নিজেদের মধ্যে গল্প করেছি, আড্ডা দিয়েছি। যুবরাজের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই বিরাটের সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের ভাল সম্পর্ক। যা কিছু হয় ওই মাঠের বাইরেই। সমর্থকরাই বেশি করে ফেলেন মাঝে মাঝে।’ সঙ্গে আরও যোগ করেন, ‘আমার মনে হয় এরজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটাই দায়ী। আর একটা কারণও হতে পারে। আমরা যেহেতু এখন আগের চেয়ে অনেক ভাল খেলছি, তাই আমাদের কাছে আমাদের দেশের মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছে। জয়ের আশায় একে অপরের বিরুদ্ধে মন্তব্য পাল্টা মন্তব্য করে ফেলেন সবাই। তবে বাইরে যতই যুদ্ধ যুদ্ধ ভাব থাক মাঠে কিন্তু তা থাকে না। আমরা দুইদেশের খেলোয়াড়রাই স্পোর্টিং থাকার চেষ্টা করি। প্রতিযোগিতার জন্য যেটুকু উত্তেজনা থাকে এটা কখনও হিংসার পর্যায়ে যায় না।’ ২০১৫ বিশ্বকাপের বিতর্কিত কোয়ার্টার ফাইনালের পর থেকেই দুইদেশের মধ্যে ক্রিকেট খেলা হলেই উত্তাপ দেখা যায়। সেই উত্তাপ দিনকে দিন বেড়েই চলছে। শনিবার সন্ধ্যায় কলকাতার এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলের সৌজন্যে ‘সেরা বাঙালী’র ক্রীড়া বিভাগে পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়া হয়। পুরস্কার নেয়া শেষে কলকাতার একটি শীর্ষ দৈনিকে মাশরাফি কথাও বলেন। সেখানেই দুইদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। ২০১৪ সালে আবারও জাতীয় দলের অধিনায়ক করা হয় মাশরাফিকে। এরপর থেকে বদলে যায় দলের চিত্র। একের পর এক জয় পেতে থাকে দল। মাশরাফির নেতৃত্বে ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলে টাইগাররা। এরপর পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। ২০১৬ সালের এশিয়া কাপে মাশরাফির নেতৃত্বে রানারআপ হয় দল। এসব সাফল্যের ফলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয় বাংলাদেশের। এমনকি ২০১৯ সালের বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পার করেছেন, কিন্তু কখনও হার মানেননি এই ৩৩ বছর বয়সী পেসার। এসব বিবেচনা করেই মাশরাফিকে পুরস্কৃত করা হয়েছে। টেস্ট, ওয়ানডে ও টি২০; কোন্ ফরমেটের ক্রিকেট বেশি টানে মাশরাফিকে। মাশরাফি টেস্ট ক্রিকেটকেই বেছে নিয়েছেন। বলেছেন, ‘সবচেয়ে ছোট সংস্করণ টি২০ ক্রিকেটকে অন্যরকম জৌলুস দিয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের ও আয়োজকদের আর্থিকভাবেও লাভবান করেছে। টি২০ অর্থ এবং জৌলুস আনলেও এটা কিন্তু ক্রিকেটারদের মাপকাঠি নয়। আসল খেলা হলো টেস্ট। এরপর ওয়ানডে। আপনি যদি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষণকে দেখেন ওরা টেস্টে তাদের প্রতিভা দেখিয়েছেন।’ দেশের হয়ে ৩৬টি টেস্ট, ১৭৯টি ওয়ানডে ও ৫৪টি টি২০ খেলেছেন মাশরাফি। ২০০৯ সালে ইনজুরিতে পড়ার পর আর টেস্টে ফেরা হয়নি। ‘সেরা বাঙালী-২০১৭’তে মাশরাফিকে নিয়ে একটি ভিডিও চিত্র তৈরি করা হয়েছিল। সেখানে ইনজুরির সঙ্গে লড়াই নিয়ে মাশরাফি জানান, ‘আমার ক্যারিয়ারের শুরুতেই ইনজুরড হয়ে যাই। প্রথমবার অপারেশন করি বেঙ্গালুরুতে। দ্বিতীয়বার ২০০৩ সালে আবার আমি ইনজুরড হই। তারপর থেকে আমি দীর্ঘ সময় খেলি। কিন্তু ২০০৮ সাল থেকে পরপর তিন-চারবার আমার ইনজুরি হয়। তবে আমি মানসিকভাবে অনেক শক্ত ছিলাম। খেলাটার প্রতি অনেক ভালবাসা আছে। সবসময় চিন্তা করেছি ক্রিকেট না খেললে আমি কি করব।’ প্রতিবছরই কলকাতার এবিপি মিডিয়া গ্রুপ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘সেরা বাঙালী’ সম্মাননা প্রদান করে, এবারও এর ব্যতিক্রম হয়নি। ক্রীড়া শ্রেণীতে এই পুরস্কার পান মাশরাফি। তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন ভারত নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী। এর আগে মঞ্চের বড় পর্দায় মাশরাফির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত, তার অধীনে বাংলাদেশ দলের সাফল্যের চিত্র দেখানো হয়। খেলোয়াড় হিসেবে এরআগে ২০০৭ সালে বাংলাদেশী ক্রিকেটার হাবিবুল বাশার ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীও জিতেছিলেন এই খেতাব। ২০১২ সালে খেতাবটি জুটেছিল বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান ও ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারীর নামের পাশে। এবার পেলেন মাশরাফি।
×