ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদকে হারিয়ে আইসিসি শিরোপা বার্সিলোনার

প্রকাশিত: ০৪:৫৬, ৩১ জুলাই ২০১৭

রিয়াল মাদ্রিদকে হারিয়ে আইসিসি শিরোপা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে আছে বার্সিলোনা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতে নিয়েছে কাতালানরা। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। বাংলাদেশ সময় রবিবার সকালে যুক্তরাষ্ট্রের মিয়ামির সানলাইফ হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ম্যাচে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। বার্সার হয়ে লিওনেল মেসি, ইভান রাকিটিচ ও জেরার্ড পিকে গোল করেন। রিয়ালের গোল দুটি করেন মাটেও কোভাসিচ ও মার্কো এ্যাসেনসিও। এটি নতুন মৌসুমে দু’দলের প্রথম এল ক্লাসিকো। সেই দ্বৈরথ জিতে মূল লড়াইয়ের আগে নিজেদের চাঙ্গা করে নিল আর্নেস্টো ভালভার্ডের দল। ধারণা করা হচ্ছে এই ম্যাচটিই বার্সার হয়ে নেইমারের শেষ! স্প্যানিশসহ বিশ্ব মিডিয়ার খবরে এমনই বলা হচ্ছে। তাদের দৃষ্টিতে বার্সিলোনার জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন নেইমার। ম্যাচটি উপভোগ করেন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬৬ হাজার দর্শক। এল ক্লাসিকো হলেও ম্যাচটি শুধু প্রাক-মৌসুম প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিল না। এরপরও এল ক্লাসিকো বলে কথা, পুরো বিশ্ব ফুটবলের নজরই ছিল এই ম্যাচের ওপর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সার্বিক রেকর্ডেও অবশ্য এই ম্যাচের ফল কোন প্রভাব ফেলেনি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে রিয়াল কিছুটা এগিয়ে, গ্যালাক্টিকোদের ৯৩ জয়ের বিপরীতে কাতালানদের জয় ৯১ ম্যাচে। মে মাসে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ী রিয়াল অনেকটা আত্মবিশ্বাস নিয়েই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে খেলতে আসে। কিন্তু প্রথম দুই ম্যাচে লস এ্যাঞ্জেলসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পেনাল্টি শ্যূট আউটে ও পরে ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হয়ে রিয়ালের মৌসুম পূর্ববর্তী অনুশীলনটা ভাল হয়নি। এবার হারতে হলো বার্সার কাছে। অন্যদিকে বার্সিলোনা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ প্রীতি ম্যাচে ইউনাইটেড, জুভেন্টাস ও রিয়ালকে পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজেই আছে। এই ম্যাচে সেরা একাদশ নিয়েই নামে দু’দল। তবে রিয়ালের হয়ে খেলেননি সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বাইরে হওয়া ক্লাসিকোতে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সিলোনা। মেসির শট রাফায়েল ভারানের শরীরে লেগে বাঁক নিয়ে গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে। টুর্নামেন্টে তিন ম্যাচে মেসির এটি প্রথম গোল। ম্যাচের সপ্তম মিনিটে আবারও গোল করে বার্সা। ব্যবধান দ্বিগুণ করা গোলটি রাকিটিচের। নেইমারের থেকে ক্রসে আসা বলে গোল আদায় করে নেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। দ্বিতীয় গোল হজমের পর হুশ ফেরে রিয়ালের। তাদের প্রথম গোলটি আসে ১৪ মিনিটে। বক্সের ভেতর থেকে আলতো টোকায় ব্যবধান কমান মাটেও কোভাসিচ। ম্যাচের ২০ মিনিটে করিম বেনজামা সুযোগ হাতছাড়া করলে সমতা ফেরানো হয়নি রিয়ালের। কিছুক্ষণ পর সুয়ারেজের বানিয়ে দেয়া বলে সুযোগ হাতছাড়া করেন নেইমারও। তার পরের সুযোগটিই কাজে লাগিয়ে সমতা ফেরায় রিয়াল। ম্যাচের ৩৬ মিনিটে গোলদাতা এ্যাসেনসিও। বিরতির পর ফিরে পিকের গোলে আবারও এগিয়ে যায় বার্সা। ৫০ মিনিটে নেইমারের দারুণ এক ফ্রিকিকে পা লাগিয়ে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ। ৫৬ মিনিটে আবারও সুযোগ নষ্ট করেন নেইমার। মেসির বাড়ানো বল কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। দুই মিনিট পর সুযোগ নষ্ট করেন সুয়ারেজও। রিয়াল শেষদিকে কয়েকটি মরিয়া আক্রমণ চালায় ম্যাচে ফিরতে। কিন্তু পারেনি। তাতেই ভালভার্ডে যুগের প্রথম ক্লাসিকোতে জয়েই মাঠ ছাড়ে বার্সা। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন নতুন বার্সা বস। ভালভার্ডে বলেন, আমরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছি। এই সাফল্য মূল মৌসুমে কাজে লাগবে। রিয়ালকে হারানো যে কোন পর্যায়েই সুখের। নেইমার প্রসঙ্গে তিনি বলেন, আমি সবসময়ই চেয়েছি যা ঘটছে তা নিয়ে না বলে যে বিষয়গুলো ঘটতে পারে সেগুলো নিয়ে কথা বলতে। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমার দিক থেকে বলতে হয় নেইমার এখনও আমার দলে আছে। আমরা তাকে গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবেই বিবেচনা করছি। আগামী ৮ আগস্ট উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রিয়াল। বার্সার কাছে হারের পর এখন ওই ম্যাচে দৃষ্টি রিয়াল কোচ জিনেদিন জিদানের। তিনি বলেন, আমরা পুরো দলের দুটো দিক দেখেছি একটি খারাপ, অন্যটি ভাল। কার্যত আমরা আট তারিখের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি ওই সময়ের মধ্যে নিজেদের পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারব।
×