ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব সাঁতারে লিডেকি ঝড়

প্রকাশিত: ০৪:৫৫, ৩১ জুলাই ২০১৭

বিশ্ব সাঁতারে লিডেকি ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতেই দেশবাসীকে সাফল্য উপহার দিয়ে আনন্দে ভাসার উপলক্ষ দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে আর নিজেকে মেলে ধরতে পারেননি ‘আয়রন লেডি’ খ্যাত কাটিঙ্কা হসজু। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি স্বর্ণপদক জেতার পর আর কোন ইভেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেননি হাঙ্গেরির এ তারকা সাঁতারু। হেরেছেন মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে। বুদাপেস্টে চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে অবশ্য সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ২০ বছর বয়সী মার্কিন তরুণী কেটি লিডেকি। তিনি চলমান আসরের পঞ্চম স্বর্ণ জিতে এবারের মতো শেষ করেছেন মিশন। ৮০০ মিটার ফ্রিস্টাইলে ফেবারিট এ তারকা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ্ব সাঁতারের ক্যারিয়ারে ১৪তম স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন। আর সুইডেনের তরুণী সারাহ সিয়স্ট্রম ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জয় করে ডাবল সম্পন্ন করেছেন এবারের আসরে। সিয়স্ট্রম সোমবার মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক জিতেছিলেন। ৫ দিন অপেক্ষার পর আরেকটি স্বর্ণ জয়ের মিশনে তিনি নামলেন ৫০ মিটার বাটারফ্লাইয়ে। এবার ২৪.৬০ সেকেন্ড টাইমিং গড়ে সিয়স্ট্রমই হলেন চ্যাম্পিয়ন। স্প্রিন্ট ডাবল জয়টা এসেছে বিস্ময়কর এক নৈপুণ্যের মাধ্যমে। কারণ এটি ছিল বিশ্বচ্যাম্পিয়নশিপসের নতুন রেকর্ড। হল্যান্ডের রানোমি ক্রোমোভিদজোজো ০.৭৮ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য এবং মিসরের ফরিদা ওসমান ০.৭৯ সেকেন্ড বেশি সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ফরিদার এটিই প্রথম কোন মেজর টুর্নামেন্টে পদক জয়। স্বর্ণ জয়ের হ্যাটট্রিক হয়ে যেতে পারতো সিয়স্ট্রমের। কিন্তু মাত্র ০.০৪ সেকেন্ড বেশি সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলে হেরে যান তিনি। আর দেশের দর্শকদের আবারও হতাশ করেছেন আয়রন লেডি হসজু। ২৮ বছর বয়সী এ তারকা রিও অলিম্পিকে ৩ স্বর্ণ জিতেছিলেন। কিন্তু চলতি আসরে এখন পর্যন্ত মাত্র একটিই জিততে পেরেছেন। অবশ্য মেয়েদের ২০০ মিটার ব্যাকে এমিলি সিবম ছিলেন ফেবারিট। এই ইভেন্টে রিও অলিম্পিকেও রৌপ্য জিতেছিলেন হসজু। এবারও তিনি ০.১৭ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় স্থান নিয়েই শেষ করেছেন। সিবম নিজের আধিপত্য ধরে রেখেছেন ২ মিনিট ৫.৬৮ সেকেন্ড সময় নিয়ে শেষ করে স্বর্ণপদক জিতে। যুক্তরাষ্ট্রের ক্যাথলিন বেকার ০.৮০ সেকেন্ড পিছিয়ে থেকে জেতেন ব্রোঞ্জ। একটা দিনই আলো নিভেছিল। সবার প্রত্যাশায় উদ্ভাসিত মুখে নেমে এসেছিল আঁধার। ২০০ মিটার ফ্রিস্টাইলে সবাইকে অবাক করে দিয়ে হেরেছিলেন স্বর্ণকন্যা লিডেকি। কিন্তু এরপর টানা দুটি জয় কুড়িয়ে নিয়ে নিজেকে ভালভাবেই ফিরে পেয়েছেন। শেষও করেছেন তিনি এবারের বিশ্ব আসরে নিজের অভিযান। ৬ ইভেন্টেই অংশ নেয়া শেষ। বিশ্ব সাঁতারের ইতিহাসে সর্বাধিক ১২ স্বর্ণজয়ের রেকর্ড গড়ার পর এই প্রতিযোগিতার ক্যারিয়ারে প্রথমবারের মতো রৌপ্য জেতেন তিনি ২০০ মিটার ফ্রি-তে। তবে টানা দুই স্বর্ণপদক জেতার মাধ্যমে সংখ্যাটাকে করে ফেলেছেন ১৪। নিজের শেষ প্রতিযোগিতা ছিল ৮০০ মিটার ফ্রিস্টাইল। সেই ইভেন্টেও স্বর্ণপদক জিতলেন ২০ বছর বয়সী এ মার্কিন বিস্ময় তরুণী। তিনি সময় নিয়েছেন ৮ মিনিট ১২.৬৮ সেকেন্ড। ২.৭৮ সেকেন্ড পিছিয়ে ছিলেন দুই নম্বরে থাকা চীনের লি বিংজিয়ে। তবে এতখানি পিছিয়ে থাকলেও সেটি হয়েছে এশিয়ার পক্ষে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের লিয়াহ স্মিথ ৪.৫৪ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ লাভ করেন। লিডেকি এবারের আসরে ৪০০, ১৫০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪ী১০০ মিটার ও ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতেছেন। তিন বিশ্ব আসরে অংশ নেয়া লিডেকি এবারই প্রথম হেরেছেন। তবে সন্তুষ্ট এ মার্কিন সাঁতারু, ‘আমি সবসময় নিজের সেরাটা প্রদর্শনে সচেষ্ট থাকি। এটা দারুণ এক অনুভূতি। যুক্তরাষ্ট্র দলকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি মর্যাদাবোধ করছি। এ সপ্তাহে আমার কিছু উত্থান-পতন গেছে। কিন্তু আমি অত্যন্ত খুশি এই ৫টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে শেষ করতে পেরে।’
×