ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল শহরের প্রবেশপথে আবর্জনার স্তূপ

প্রকাশিত: ০৪:৩২, ৩১ জুলাই ২০১৭

টাঙ্গাইল শহরের প্রবেশপথে  আবর্জনার স্তূপ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ জুলাই ॥ বৃহত্তর ময়মনসিংহের কয়েকটি অঞ্চলসহ টাঙ্গাইলের ৯টি উপজেলা থেকে জেলা শহরে প্রবেশ করতেই চোখে পড়ে ময়লা আবর্জনার স্তূপ। টাঙ্গাইল শহরের তিনটি প্রবেশপথেই পৌরসভার ময়লা আবর্জনা ফেলায় স্তূপে ভরে সারা বছরই দুর্গন্ধে অতিষ্ঠ টাঙ্গাইলবাসী। রাবনা বাইপাস, নগর জালফৈ বাইপাস ও বেবিস্ট্যান্ড এলাকা দিয়ে শহরে প্রবেশকারীদের ভোগান্তির যেন শেষ নেই। শুধু সাধারণ যাত্রী নয়, এ দুর্গন্ধের শিকার হচ্ছেনÑ স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ আশপাশের বসবাসরত জনগণও। আরও বেশি ভোগান্তিতে পড়েছে শহরবাসী। শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতির নগরী টাঙ্গাইল জেলার প্রবেশপথগুলো ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এর কারণে প্রকট আকার ধারণ করেছে এসব এলাকাবাসী। এনিয়ে পরিবেশ অধিদফতরসহ সরকারী কোন সংস্থারই নেই কোন মাথা ব্যথা। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী বিভিন্ন সময় অভিযোগ করলেও টনক নড়ছে না পৌর কর্তৃপক্ষের। তবে মেয়র বলছে এছাড়া কোন উপায় নেই তাদের।
×