ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ৩১ জুলাই ২০১৭

টুকরো খবর

কুড়িগ্রামে লঙ্কাবাংলারত্রাণ বিতরণ লঙ্কাবাংলা শুক্রবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম গ্রামগুলোর বর্ন্যাত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। প্রায় দুই হাজার দরিদ্র পরিবারের মাঝে ২৫ টনেরও অধিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন ও ম্যানেজমেন্ট প্রধান মাহবুবুর রহমান, লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসএম আবু ওয়াসিব, উলিপুর উপজেলার মেয়র তারিক আবুল আলা এবং চেয়ারম্যান হায়দার আলী উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকার পানিতে আটকে পড়া মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি। হাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ জুলাই ॥ ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে পলরেশ সাংমা (৫৭) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে ওই ঘটনা ঘটে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পলরেশ সাংমার পরিবারকে সান্ত¡নাসহ সহায়তার আশ্বাস দেন। জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে গজনী সীমান্তের লোকালয়ে নেমে আসে এবং স্থানীয় পলরেশের শিমুল আলু ক্ষেতে নেমে ক্ষেতটি বিনষ্ট করতে থাকে। ওই সময় হাতির দলটিকে তাড়ানোর জন্য পলরেশসহ কয়েকজন এলাকাবাসী এগিয়ে গেলে হাতির দল পলরেশকে পা দিয়ে পিষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। শেখ রাসেল জিমনেসিয়ামেরপ্রিকাস্ট পাইলিং শুরু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জিমনেসিয়াম নির্মিত হচ্ছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন নির্মিত হওয়া এ জিমনেসিয়ামের প্রিকাস্ট পাইলিং কাজের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। আশুলিয়ায় জিহাদী বই ও সিডি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ জুলাই ॥ আশুলিয়ায় একটি এসির যন্ত্রাংশ আমদানিকারক ও বিক্রির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও সিডি উদ্ধার করেছে র‌্যাব-১। শনিবার রাত ১টা থেকে রবিবার ভোর পর্যন্ত আশুলিয়া থানাধীন জিরাব বড়রাঙ্গামাটিয়া এলাকার ‘হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়্যার হাউজ’ (হোল্ডিং নং- ০৮/১, ব্লক- বি) এ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। নওগাঁয় মাদক মামলায় যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জুলাই ॥ রবিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মজিবুর রহমানের আদালত মাদকের মামলায় মোঃ আব্দুর রহমান নামে এক মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদ-াদেশসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদ-ের আদেশ দিয়েছেন। দ-প্রাপ্ত আসামি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন গন্ধশাইল গ্রামের মোঃ গিয়াস উদ্দিন ম-লের পুত্র। উল্লেখ্য, গত ২০১৪ সালের ১৫ অক্টোবর তারিখে আসামি আব্দুর রহমান মোটরসাইকেলযোগে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধরে নওগাঁর দিকে আসছিল। এ সময় জলছত্র মোড় নামকস্থানে তাকে থামতে সংকেত দেয়া হয়। সে সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়। তার শরীরে বিশেষভাবে রাখা পলিথিনের প্যাকেটে ১শ’ গ্রাম হেরোইন পাওয়া যায়। ঢেউটিন বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির অর্থায়নে রবিবার সকালে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সাবেক ভিক্ষুক, ভূমিহীন, মহাসড়কের পাশের ছিন্নমূল পরিবার ও গৃহহীনদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সংসদ সদস্যের পক্ষে ৫০ জন পরিবার প্রধানের মাঝে ঢেউটিন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান, মিজানুর রহমান, নূর আলম সরদার, মিন্টু শিকদার, চাঁনমনি দেওয়ান প্রমুখ। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩০ জুলাই ॥ কেশবপুরের কাস্তা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু ঘটেছে। তার নাম আব্দুল মাজেদ (৬৫)। শনিবার সকালে নিজ ভ্যান গাড়িতে চার্জ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
×