ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড

প্রকাশিত: ০৪:২৬, ৩১ জুলাই ২০১৭

স্ত্রীকে নির্যাতন  মামলায় স্বামীর কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ জুলাই ॥ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় ফজলুর রহমান জালু নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ৪ মাসের কারাদ- দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। ফজলুর রহমান জালু শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার মৃত আব্দুস সালামের পুত্র। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দ-িত জালুর দ্বিতীয় স্ত্রী শেফালী খাতুন, বড়ভাই ফরহাদ আলী ও খসরু মিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ আগস্ট শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার নিজ বাড়িতে ২ লাখ টাকার যৌতুকের জন্য দুই সন্তানের জননী বিনা বেগম আন্নাকে নির্যাতন করে পাষ- স্বামী ফজলুর রহমান জালু ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় ৩১ আগস্ট গৃহবধূ বিনা বেগম আন্না বাদী হয়ে সতীন শেফালী খাতুনসহ পরিবারের ৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
×