ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সময় পেলেই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেন বাউফল ইউএনও

প্রকাশিত: ০৪:২৫, ৩১ জুলাই ২০১৭

সময় পেলেই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেন বাউফল ইউএনও

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ জুলাই ॥ প্রশাসনিক কাজের ফাঁকে ফাঁকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নিচ্ছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান! শিক্ষার মান উন্নয়ন ও মেধা যাচাই বাছাই করতে তিনি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।জানা গেছে, মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এই কর্মস্থলে যোগদানের পর প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকা-ে নিয়োজিত থাকতেন। এ পর্যন্ত তিনি এ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। তেমনি শিক্ষার্থীরা তার শিক্ষকের কাছ থেকে কি শিখেছেন, সে বিষয়ে প্রশ্ন করে উত্তর জানার চেষ্টা করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অলি আহাদ বলেন, ইউএনও স্যার কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে দেখতাম তিনি শ্রেণী কক্ষে ঢুুকে শিক্ষার্থীদের পাঠদান করাতেন এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনা দিয়ে থাকেন। আপেল মাহমুদ ফিরোজ নামের এক অভিভাবক বলেন, ইউএনওর এ বিষয়টি আমাকে অভিভূত করেছে। আলোড়িত করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমি একজন শিক্ষক পরিবারের সন্তান। আমার বাবাও শিক্ষক ছিলেন, আমিও এক সময় শিক্ষকতা করতাম। এখন ব্যস্থতার মাঝেও ফাঁকে ফাঁকে এটি করে যাচ্ছি। আমি এ চেষ্টা অব্যাহত রাখতে চাই।
×