ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

প্রকাশিত: ০৪:২৫, ৩১ জুলাই ২০১৭

চাঁপাইয়ে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুড়ি মহল্লায় নিমেশের মধ্যে ৬২টি টেলিভিশন, ৪১টি ফ্রিজ, অসংখ্য ছোট ছোট ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়েছে। এই চিত্র শহরের সর্বত্র প্রতিদিনই ঘটছে। একই অবস্থা জেলার অন্য উপজেলাসহ গ্রামাঞ্চলেও। এর অন্যতম কারণ অসহনীয় পর্যায়ে লোডশেডিং। জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। চাঁপাইনবাবগঞ্জ পিডিপির নির্বাহী প্রকৌশলী জানান, পিক আওয়ারে চাহিদা ৬৫ থেকে ৭০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। রাত ১১টার পর থেকে দিনের বেলায় (অফ পিক আওয়ারে) চাহিদা ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। পাওয়া যায় ৩৫ থেকে ৪৫ মেগাওয়াট। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস জানান, পুরো জেলার পল্লী এলাকার অবস্থা আরও নাজুক। এই সংস্থার অধীন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক প্রায় ২ লাখ। তাদের চাহিদা ৫৬ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩২ মেগাওয়াট। ফলে পুরো মফস্বল এলাকায় লোডশেডিং হয় কোন দিন ১০ ঘণ্টা আবার কোন দিন বেড়ে ১২ ঘণ্টায় পৌঁছে। জেলা শহরের একাধিক ট্রান্সফরমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ভোল্টেজের আপ-ডাউন দারুণভাবে বেড়ে গেছে। যার কারণে কোন কোন ট্রান্সফরমার এতটাই বেশি ভোল্টেজ সরবরাহ করে যে, শহরের বিভিন্ন বাসার ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে প্রায় বাসায় প্রতিদিন অধিক ভোল্টেজের কারণে ঘরের মধ্যে বিকট আওয়াজ হয়ে বড় বাল্ব, টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক চুল্লি, ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন ধরনের বাল্ব একই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় পুরো বাসা অন্ধকার হয়ে যাচ্ছে। এই চিত্র শহরের একাধিক বাসায় বা অফিসে প্রতিদিন হচ্ছে।
×