ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বন্যায় ভেঙ্গে গেছে সড়ক সেতু

প্রকাশিত: ০৪:২৩, ৩১ জুলাই ২০১৭

কুড়িগ্রামে বন্যায় ভেঙ্গে গেছে  সড়ক সেতু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ এবারের বন্যায় কুড়িগ্রামের কাঁচা সড়ক, ব্রিজ, কালভার্ট ও বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে বন্যাদুর্গত এলাকার মানুষের। তীব্র স্রোতে ভেঙ্গে যাওয়া কাঁচা সড়ক ও ব্রিজ কালভার্টে যাতায়াতের দুর্ভোগ আরও বেড়েছে তাদের। এ অবস্থায় দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও ব্রিজ-কালভার্ট নির্মাণ করে দুর্ভোগ কমানোর দাবি বন্যাদুর্গতদের। ১০ দিনের বন্যায় জেলার ৭ উপজেলায় ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ নদনদীর অববাহিকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়ে। বন্যার পানিতে তলিয়ে থাকে গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট। এতে করে উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে এসব এলাকার কাঁচা সড়ক, ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষতি হয়। সরকারী হিসাব মতেই, জেলায় ১৪.৫ কিলোমিটার কাঁচা সড়ক ও ১.৫ কিলোমিটার তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ১৭টি ব্রিজ-কালভার্ট ভেঙ্গে গেছে। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের খুঁটি দিয়ে কোন রকমে যাতায়াত করছে এসব ভাঙ্গা ব্রিজ ও কালভার্ট দিয়ে। বন্যার পানির ধকল কাটিয়ে উঠলেও বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সড়ক ও ভাঙ্গা ব্রিজ-কালভার্টে যাতায়াতের ঝুঁকি কমছে না বন্যাদুর্গতদের। যানবাহনে চলাচল করতে না পারলেও পায়ে হেঁটে কোন রকম হাটবাজারসহ প্রয়োজনীয় কাজ সারছে এলাকাবাসী।উলিপুরের হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন জানান, আমার ইউনিয়নে তিনটি ব্রিজ, তিনটি কালভার্ট স্রোতে ভেঙ্গে গেছে। এছাড়া অনেক কাঁচা সড়কের মাটি পানির তোড়ে ভেঙ্গে গেছে।
×