ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্ধকোটির ঘরে শানের ‘কন্যা রে’

প্রকাশিত: ০৩:৫৯, ৩১ জুলাই ২০১৭

অর্ধকোটির ঘরে শানের ‘কন্যা রে’

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের কণ্ঠশিল্পী শানের ‘কন্যা রে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ২৭ এপ্রিল প্রকাশিত হয়। এরপর মাত্র তিন মাসেই গানটি ৫০ লাখেরও বেশি দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছে। ‘কন্যা রে’ গানটি লিখেছেন এবং সুর করেছেন- এমআর খান। আর সঙ্গীত পরিচালনা করেছেন- রোকন ইমন। ‘কন্যা রে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। অল্প কয়েকদিনের মধ্যে শ্রোতাদের কাছে নিজের গাওয়া গানটি ৫০ লাখ বারের বেশি দেখা হওয়ার যেমন আনন্দিত শান, তেমনি সবার কাছে কৃতজ্ঞ ও তিনি। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ‘কন্যা রে’ গানটি অল্প কয়েক দিনেই অর্ধকোটির ঘরে পৌঁছাল। ‘কন্যা রে’ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা ও ভালবাসা আমার সকল শ্রোতা-দর্শকদের, তাদের ভালবাসা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। আশা করছি ভবিষ্যতেও তাদের এই ভালবাসা অব্যাহত থাকবে। যা আমাকে আরও ভাল গান করার ব্যাপারে উৎসাহী করবে। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রতিষ্ঠানের কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ বলেন- কোন গান অর্ধকোটি বার দেখার ব্যাপারটা সত্যি অনেক বড় একটা ঘটনা। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি আশা করছি খুব তাড়াতাড়ি গানটি কোটি অথবা কোটির বেশি দেখার মাইলফলক স্পর্শ করবে। আর এভাবেই বাংলাদেশের গান বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। জয় হোক বাংলা গানের। বাংলা সংস্কৃতির।
×