ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবরূপে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’

প্রকাশিত: ০৩:৫৮, ৩১ জুলাই ২০১৭

নবরূপে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’

স্টাফ রিপোর্টার ॥ নাট্যসংগঠন স্বপ্নদলের অন্যতম প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’ নাটকটি আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’ নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। দ্বিতীয় পর্যায়ে পুনঃনির্মিত ‘চিত্রাঙ্গদা’ নাটকের প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধান অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের গবেষক-সমালোচক ড. আশীষ গোস্বামী। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার অভিনয় শিল্পীরা হলেন সোনালী, জুয়েনা শবনম লিখি, শিশির, শ্যামল, রানা, সামাদ, জেবু, তানভীর, অমর, সম্রাট, ঊষা, তানিয়া, আঁচল, অপু, সুমাইয়া, বিপুল, আলী, সুকুমার, বিমল প্রমুখ। আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবিরূপে রচিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নাটকের নাট্যকাহিনীতে উপস্থাপিত হয়Ñ মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকেÑ অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়। একই সঙ্গে এতে প্রকাশিত হয় সেই অনিবার্য সত্যÑ বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যাবান নারী-পুরুষের চারিত্র্যশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়! রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ দুই ভিন্ন সময়ে এবং দুটি আলাদা আঙ্গিকে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেছিলেন। ১৮৯২ সালে তাঁর একত্রিশ বছর বয়সে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ এবং এর প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬-এ পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ সুপরিচিত এবং এটি দেশে-বিদেশে বিভিন্ন দলের মাধ্যমে অসংখ্যবার মঞ্চায়িত হয়েছে। অন্যদিকে, স্বপ্নদলের প্রযোজনাটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পা-ুলিপিটি অবলম্বনে এবং জানা মতে স্বপ্নদলের পূর্বে কখনোই আধুনিক মঞ্চে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নাটকের নিয়মিত মঞ্চায়ন হয়নি। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষযক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয় এবং একাধারে পঞ্চাশটি প্রদর্শনীর পরে নানা কারণে বেশ কিছুদিন প্রদর্শনী বন্ধ ছিল। এবার কয়েকটি চরিত্র নতুনভাবে তৈরির মাধ্যমে প্রযোজনাটি পুনঃনির্মাণ করা হয়েছে।
×