ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রুবেল রেহান

ভালবাসা নাকি আবেগ

প্রকাশিত: ০৩:৫৭, ৩১ জুলাই ২০১৭

ভালবাসা নাকি আবেগ

ভাললাগা থেকেই ভালবাসার সৃষ্টি। মানুষের মাঝে তৈরি হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় ভালবাসায়। তবে ভালবাসার সংজ্ঞা অনেকের কাছে অনেক রকম। কেউ ভালবাসা বোঝাতে কেবল পরিবারের প্রতি ভালবাসাই বোঝায়। ভালবাসার কোন সীমানা নেই। তবে আমাদের মাঝে মাঝে বুঝতে ভুল হয় যে কোন্টি ভাললাগা আর কোন্টি ভালবাসা। একটু লক্ষ্য নিয়ে পছন্দের মানুষটিকে পর্যবেক্ষণ করুন। দেখবেন এর জবাব খুব সহজেই পেয়ে গেছেন। ভালবাসা নিঃস্বার্থ আর আবেগ স্বার্থপর আপনি যখন কাউকে ভালবাসবেন তখন সেই কেবল হবে আপনার চিন্তাশক্তির মালিক। তার ভাললাগা মন্দ লাগা আপনার কাছে বিশাল ব্যাপার হবে। ছোট ছোট ব্যাপার নিয়ে আপনি তার সঙ্গে ঝগড়া করবেন। তার করা কাজগুলোতে আপনি আপনার নিজেকে খুঁজবেন, তাকে কিভাবে সুখে রাখা যায় তা খুঁজে বের করবেন। আবেগের ক্ষেত্রে আপনি অনেক কিছুই বলতে পারবেন কিন্তু শেষ মুহূর্তে এসে আর করতে পারবেন না। তার চিন্তাশক্তিতে আপনি নিজেকে না আপনার চিন্তাশক্তিতে তাকে রাখতে চাইবেন। ভালবাসা মানে মুক্তি আর আবেগ মানে বন্দী ভালবাসায় মানুষ একে অন্যকে অনেক বিশ্বাস করে। একে অন্যকে প্রচুর সময় দেয়। পছন্দের মানুষের করা কাজকে নিজের মনে করে। তাকে কারও সঙ্গে মিশতে বাধা দেয় না। ভালবাসায় হারানোর ভয় থাকলেও তার ওপর বিশ্বাসের জন্য তার প্রভাব পরে না। অন্যদিকে আবেগ আর ভাললাগায় থাকে কেবলই হারানোর ভয়। তাই তাকে যেকোন কাজেই দেয়া হয় বাধা। তাকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা চালানো হয়। ভালবাসা মানে পরস্পরকে বোঝা আর ভাললাগা মানে চাপিয়ে দেয়া ভালবাসায় যেকোন সমস্যাকে খুব যতœ করে সমাধানে আনা হয়। নিজেদের মাঝে খুব ধীরে ধীরে পরস্পরকে বুঝতে পারার সম্পর্ক তৈরি হয়। আর ভাললাগা বা আবেগের ক্ষেত্রে পরস্পরকে বুঝতে পারাটা চাপিয়ে দেয়া হয়। জোর করে একে অন্যকে বুঝতে চেষ্টা করা হয়। যা ভালবাসায় আপনাআপনি সৃষ্টি হয়। ভালবাসা অনন্ত আর আবেগ অস্থায়ী ভালবাসা কখনও শেষ হয় না এটি মানুষের মাঝে ধীরে ধীরে কেবল বৃদ্ধিই পায়। কিন্তু আবেগ বা ভাললাগা ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় তা শেষ হয়ে যায়। কাছে চাওয়া আর ভালবাসা ভালবাসা শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনি যাকে ভালবাসেন সে ঠিক আপনাকে কিভাবে চায়! কিছু মানুষ থাকে যারা মিষ্টি কথায় আপনার মন ভুলিয়ে আপনার ভালবাসা অর্জন করে আপনাকে কাছে পেতে চায়। আর ভালবাসার ক্ষেত্রে দুপক্ষেরই থাকে সমান সম্মতি। কিন্তু যখন চাহিদা পূরণ হয়ে যায় অল্প সময়ের মাঝে রূপ পাল্টে নেয় সেই ভালবাসা পাগল মানুষটি। আর তখনই আপনি যে জিনিসটি এতদিন ভালবাসা ভেবে এসেছেন তা সম্পূর্ণ হয়ে যায় আপনার কাছে ধোঁকা। আকাক্সক্ষা আর ভালবাসা ভালবাসায় আকাক্সক্ষা থাকবেই। তবে আপনি আকাক্সক্ষাকে ভালবাসা মনে করছেন কিনা তা দেখে নিন। যদি এমনটি হয় তবে সেই দিক থেকে দ্রুত সরে আসুন। এ ধরনের মানুষ আপনাকে কখনও ভালবাসতে পারে না। আপনার মূল্যবান সময় আর ভালবাসাকে নিয়ে তা নানা রকম খেলা খেলে তারা। বন্ধুত্ব আর ভালবাসা আমাদের মাঝে থাকা বন্ধুত্বকেই আমরা অনেক সময় ভালবাসা মনে করে থাকি। কখনও আবার সেই সম্পর্কের ক্ষেত্রে দুই পক্ষই মুখ খুলতে নারাজ। এতে করে যা হয় একে অন্যর প্রতি আকর্ষণ বাড়ে আর ভালবাসা প্রবলভাবে সৃষ্টি হয়। তাই ভালবাসা ক্ষেত্রে বন্ধুত্বের ধাপ অনেক গুরুত্বের। অনেক সময় এই বন্ধুত্বের জন্য ভালবাসা যেমন হারিয়ে যায় আবার ভালবাসার জন্য বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়। তাই কাকে কখন কিভাবে মনের স্থলে জায়গা দিচ্ছেন তা বুঝে শুনে দিন। মডেল : শামীম ও প্রিয়াঙ্কা ছবি : স্বাধীন মজুমদার
×