ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যাশনাল হাউজহোল্ড সার্ভে শুরু হচ্ছে ৬ আগস্ট

প্রকাশিত: ০৩:৫৪, ৩১ জুলাই ২০১৭

ন্যাশনাল হাউজহোল্ড সার্ভে শুরু হচ্ছে ৬ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম আগামী ৬ আগস্ট শুরু হতে যাচ্ছে। প্রকল্পের দ্বিতীয় ধাপে এবার ২০ আগস্ট পর্যন্ত মোট ২৫ জেলায় সকল খানার তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা রয়েছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য জেলা সমন্বয়কারীদের প্রশিক্ষণের আয়োজন করেছে বিবিএস। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘এনএইচডি প্রকল্পের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ’ শীর্ষক দুই দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। এতে সংশ্লিষ্ট জেলার পরিসংখ্যান কর্মকর্তারা অংশ নেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। বিবিএসের মহাপরিচালক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, এ বি এম জাকির হোসাইন এবং বিবিএসের উপমহাপরিচালক বাইতুল আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় বিবিএস এনএইচডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের সকল খানা (আনুমানিক ৩ কোটি ৫০ লাখ) ও খানার সদস্যদের আর্থসামাজিক ও জনতাত্ত্বিক তথ্যউপাত্ত, খানার কাঠামোগত অবস্থা, পরিসম্পদ ইত্যাদি সম্পর্কিত ডাটাবেইজ (তথ্য ভা-ার) গড়ে তোলা হবে। প্রকল্পটি জুলাই ২০১৩ হতে ডিসেম্বর ২০১৭ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে।
×