ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিবিএস কেবলের লেনদেন আজ ॥ ইপিএস ১.৯৫ টাকা

প্রকাশিত: ০৩:৫২, ৩১ জুলাই ২০১৭

বিবিএস কেবলের লেনদেন আজ ॥  ইপিএস ১.৯৫ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই ১৬- মার্চ ২০১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবল লিমিটেড। এদিকে আজ সোমবার দেশের উভয় পুঁজিবাজারে আনুষ্ঠানিক শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। সিএসই সূত্র এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে বিবিএস কেবলের কর পরিশোধের পর মুনাফা করেছে ২৩ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। আর কোম্পানিটির আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস ১.৯৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৯.২১ টাকা। গত তিন মাসে (জানুয়ারি-মার্চ ১৭) কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। আর কোম্পানিটির আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস ০.৭২ টাকা। এদিকে আজ সকাল সাড়ে ১০টায় এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া বিবিএস কেবল লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে ইইঝঈঅইখঊঝ। আর কোম্পানি কোড হবে ১৩২৪২। এর আগে কোম্পানিটির আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া সিডিবিএলের মাধ্যমে বুধবার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। আর ২২ জুন লটারির ড্র সম্পন্ন করা বিবিএস কেবলস লিমিটেডের আইপিও আবেদন গত ২৩ মে থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলে। এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০২তম কমিশন সভায় এ কোম্পানির তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। জানা যায়, বিবিএস কেবল লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে। ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৮৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
×