ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেক্সিকোয় ট্রাক থেকে ১৭৮ অভিবাসী উদ্ধার

প্রকাশিত: ০৩:৫২, ৩১ জুলাই ২০১৭

মেক্সিকোয় ট্রাক থেকে ১৭৮ অভিবাসী উদ্ধার

প্রায় ২০০ মধ্য আমেরিকানকে যুক্তরাষ্ট্রে পাচারের সময় মেক্সিকোয় একটি পরিত্যক্ত ট্রাক থেকে শনিবার উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ঘটে যাওয়া নিষ্প্রাণ ঘটনার মতোই দুঃখজনক শনিবারের ঘটনা। গত সপ্তাহে শ্বাস বন্ধ হয়ে মারা যায় ১০ জন। তারা সবাই অভিবাসী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল। খবর এএফপির। কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে তানতিমা শহরে একটি ট্রাক্টর ট্রেইলারে মোট ১৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, ট্রাকে যারা ছিল তারা শনিবার খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। ধারণা করা যায়, পাচারকারীরা তাদের ফেলে রেখে কেটে পড়েছে। মাত্র কয়েকজন ট্রাক থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের খাদ্য ও পানীয় জল সরবরাহ করছে। পুলিশ পরে এ উদ্ধারকৃত মধ্য আমেরিকানদের অভিবাসন কেন্দ্রে পাঠিয়েছে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করার আগে তাদের চিকিৎসাসেবা দিচ্ছে। মেক্সিকোর এক সামরিক সূত্র বলেছে, অধিকাংশ অভিবাসীই প্রাপ্তবয়স্ক যদিও ট্রাকে মুষ্টিমেয় কয়েকজন অপ্রাপ্তবয়স্কও পাওয়া গেছে। শ্বাস বন্ধ হয়ে ১০ অভিবাসীর করুণ মৃত্যুর পর এক সপ্তাহের কম সময়ে শনিবারের এ উদ্ধার ঘটনা ঘটল। ১০ অভিবাসীকে ১৮ চাকার ট্রাকে আটক অবস্থায় রাখা হয়েছিল এবং গত রবিবার টেক্সাসে সান এ্যান্টেনিওয়ে গাড়ি পার্কিং করার এক স্থানে তাদের ওই অবস্থায় পাওয়া যায়। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু পাকিস্তানের উত্তারাঞ্চলে রবিবার সকালে রাস্তার পাশের গ্যাস পাইনলাইনের সঙ্গে যাত্রীবাহী ভ্যান ধাক্কা খেলে এতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় ১৩ জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে। ঘটনাস্থলেই আগুনে পুড়ে আটজন মারা যায়। হাসপাতালে মারা গেছে আরও পাঁচজন। খবর সিনহুয়ার। স্থানীয় উর্দু ভাষার টিভি চ্যানেলের খবরে বলা হয়, যাত্রীবোঝাই একটি ভ্যান সকাল সাড়ে ৭টায় রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ার যাচ্ছিল। ইসলামাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরে হাসান আবাদাল এলাকায় রাস্তার পাশে গ্যাস পাইপলাইনের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। স্পেনে সঙ্গীত উৎসবে ভয়াবহ অগ্নিকা- স্পেনের বার্র্সিলোনা নগরীর কাছে শনিবার সঙ্গীত উৎসব চলাকালে ভয়াবহ অগ্নিকা- ঘটে। এতে কর্তৃপক্ষ ২২ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে। খবর পেয়ে দমকলকর্মীরা স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সান্তা কোলোমা ডি গ্রামেনেটের টোমোরোল্যান্ডের দিকে ছুটে যায়। তারা ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। -এএফপি
×