ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরী বয়সেই প্রিন্স চার্লসের প্রেমের প্রস্তাব পান ডায়ানা

প্রকাশিত: ০৩:৫১, ৩১ জুলাই ২০১৭

কিশোরী বয়সেই প্রিন্স চার্লসের প্রেমের প্রস্তাব পান ডায়ানা

ব্রিটেনের প্রয়াত রাজবধূ ডায়ানার অন্তরঙ্গ গোপন আলাপের একটি ভিডিও ফুটেজ প্রচার হতে যাচ্ছে। এতে তিনি প্রিন্স চার্লসকে তাঁর প্রণয় প্রার্থনা ও বিবাহিত জীবনের নানা অনুষঙ্গের কথা তুলে ধরেছেন। বছরের পর বছর বিতর্কের পর আগামী মাসে ব্রিটেনের একটি টেলিভিশনে ডায়ানার অন্তরঙ্গ আলাপ সম্প্রচার হবে। মৃত্যুর চার বছর আগে একটি ভিডিও ক্যামেরার সামনে তিনি বলেন, কিশোরী বয়স পার না হতেই প্রিন্স চার্লস তাঁকে অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। খবর গার্ডিয়ান অনলাইনের। ১৯৮১ সালের জুলাইয়ে তাদের বিয়ে হয়। কিন্তু এর পরপরই তাঁর জীবন একে একে দুঃখ ও বিষাদে ছেয়ে যায়। ফ্রান্সের রাজধানী প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ১৯৯৭ সালের ৩১ আগস্ট মৃত্যু হয়েছিল প্রিন্সেস ডায়ানার। ভিডিওতে তাঁর জীবনের হরেক রকম গল্প উঠে এসেছে। আগামী মাসে বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রিটেনের চ্যানেল ফোর ‘ডায়ানা: তাঁর নিজের গল্পে’ শিরোনামে প্রামাণ্যচিত্র সম্প্রচার করবে। ভিডিওতে ডায়ানা বলেন, বিয়ের পাঁচ বছর পরই বুঝতে পারি, বিবাহিত জীবনে আমাদের মধ্যে কোন প্রেম ভালবাসা নেই। কাজেই আমি কাঁদতে কাঁদতে রানীর কাছে গেলাম। তাঁকে বললাম, আমি জানি না, এ বিষয়ে আমার কী করা উচিত। তখন তিনি বললেন, ‘আমিও জানি না, তোমার কী করা উচিত।’ সবকিছু এমনই ছিল। আর ওটাই ছিল তাঁর ‘সহায়তা’। ভিডিওর আলাপে এক রহস্যময় মানুষের সঙ্গে নিজের অবৈধ প্রণয়ের অভিঘাতের কথাও বলতে ভোলেননি প্রিন্সেস ডায়ানা। ভিন্ন এক মানুষের প্রতি তাঁর স্থূল অনুরাগের বিষয়টি কিছু দিনের জন্য তাঁর মগজের চিন্তাকে পুরোপুরি আচ্ছন্ন করে রেখেছিল। রাজকীয় পরিবারের কেউ এ নিয়ে সন্দেহ করার আগ পর্যন্ত তাঁকে ওই চিন্তা তাড়িয়ে বেড়িয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি ওই দুশ্চিন্তা থেকে মুক্ত হন। তিনি বলেন, চব্বিশ বছর বয়সে একজনের প্রেমে হাবুডুবু খেতে শুরু করি। তিনি আমার সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিলেন। বিষয়টি জানাজানি হলে তাঁকে রাজ পরিবার থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এরপর তিনি হত্যার শিকার হন। আমি অবশ্যই বলব, সেটা ছিল, আমার জীবনের সবচেয়ে বড় আঘাত। ডায়ানার স্বীকারোক্তি থেকে সবাই বুঝে নিয়েছেন যে তিনি ব্যারি ম্যানাকিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন। ম্যাকানি রাজকীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। তবে ডায়ানার আশঙ্কা, তাঁকে হত্যা করা হয়েছে। প্রকাশিতব্য ভিডিওটি ১৯৯৩ সালে কেনসিংটনে বসে রেকর্ড করা হয়েছিল। ডায়ানার জনসমক্ষে কথা বলার প্রশিক্ষক পিটার স্টেলেন ভিডিওটি করেন। ভিডিওতে ডায়ানা দাবি করেন, ওই লোকটি জোর তাঁর মন থেকে আমাকে বের করে দিয়েছিলেন। আমাকে বাগদানে বাধ্য করেছিলেন। আমি তাঁর কক্ষে গিয়ে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি করতাম। স্টেলেনকে ডায়ানা বলেন, আরেকজনের প্রতি আমার মুগ্ধতা রাজপরিবার জানত। কিন্তু সেখানে কোন প্রমাণ ছিল না। তিনি বলেন, আগুন নিয়ে খেলা করা কোনভাবেই আমার উচিত হয়নি। কিন্তু আমি তা করেছি, আর তাঁর ভয়াবহ পরিণতিও আমি টের পাচ্ছি। ডায়ানা আরও বলেন, ম্যানাকিকে রাজপরিবার থেকে বের করে দেয়ার তিন সপ্তাহ পরেই তিনি মোটর দুর্ঘটনার শিকার হন। তিনিই ছিলেন আমার সবচেয়ে প্রিয় ও মজার মানুষ। চ্যানেল ফোরের প্রামাণ্যচিত্র সম্পাদক রালফ লি বলেন, ভিডিওতে তাঁর ব্যক্তিগত ও বাইরের জীবনের ঘটনাবলী আছে। এটা দেশের ঐতিহাসিক তথ্য ভা-ারে তাৎপর্যপূর্ণ অবদান হিসেবে টিকে থাকবে।
×