ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর মিরপুরে সড়ক দূঘর্টনায় এক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০১:০৩, ৩০ জুলাই ২০১৭

রাজধানীর মিরপুরে সড়ক দূঘর্টনায় এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগর ইষ্টার্ন হাউজিং এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন বিপ্লব (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তিনি আশুলিয়া মানারত বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ৪র্থ বর্ষে শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হযরত প্রামানিক। গ্রামের বাড়ি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। তিনি মিরপুর ১১নম্বর সেকশন এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। রবিবার বিকেলে ঢামেক মর্গে বিপ্লবের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। নিহতের স্ত্রী মেরিনা আক্তার জানান, তার স্বামী মিরপুর-১ নম্বর সেকশনে বাংলালিংক অফিসে বিক্রয় প্রতিনিধি কাজ করতো। পাশাপাশি আশুলিয়া মানারত বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ৪র্থ বর্ষে পড়াশুনা করতেন। তিনি জানান, রবিাবর সকাল ৯টার দিকে স্বামী বিপ্লব মিরপুর ১১ নম্বর সেকশনের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে রূপনগর ইষ্টার্ন হাউজিং এলাকায় পৌঁছালে সেখানেই বিপ্লব সড়ক দুর্ঘটনা স্বীকার হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেলে ঢামেক মর্গে বিপ্লবের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×