ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

প্রকাশিত: ২০:৩৩, ৩০ জুলাই ২০১৭

শেরপুরে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে পলরেশ সাংমা (৫৭) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত পলরেশ ওই গ্রামের মৃত রনেন মারাকের ছেলে। জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতির দলটি পলরেশের শিমুল আলু খেতে নেমে ক্ষেতটি সম্পূর্ণরূপে বিনষ্ট করে। ওই সময় হাতির দলটিকে তাড়ানোর জন্য পলরেশসহ কয়েকজন এলাকাবাসী এগিয়ে গেলে হাতির দল পলরেশকে পা দিয়ে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন বলেন, নিহতের পরিবারকে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হবে।
×