ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে পদ্মার ভাঙ্গন রোধে ব্লক ফেলার কাজ শুরু

প্রকাশিত: ০৮:১০, ৩০ জুলাই ২০১৭

লৌহজংয়ে পদ্মার ভাঙ্গন রোধে ব্লক ফেলার কাজ শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পদ্মার ভাঙ্গনকবলিত গাঁওদিয়া বাজার, শামুরবাড়ি, বড়মোকাম বাজার ও ডহরী এলাকায় পদ্মা নদীতে ব্লক ফেলার কাজ শনিবার শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন সন্ধ্যায় জানান, উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ভাঙ্গনকবলিত এলাকায় ভাঙ্গন রোধে প্রায় ৫০ হাজার ব্লক ফেলার সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড। এই কাজের অংশ হিসেবে শনিবার ব্লক ফেলার কাজ শুরু করা হয়েছে উপজেলার গাঁওদিয়া বাজার, শামুরবাড়ি এলাকার ভাঙ্গনকবলিত নদীর পাড়ে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেনসহ স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত এক মাসে পদ্মার ভাঙ্গনে লৌহজং উপজেলার গাঁওদিয়া বাজার, শামুরবাড়ি, ডহরী, বড়মোকাম বাজার, শিমুলিয়া বাজার, যশলদিয়া, কান্দিপাড়া, বাওয়া পুরান ঘাট, কুমারভোগসহ বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরে স্থানীয় এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এসব ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদীভাঙ্গনরোধে এখানে ব্লক ফেলার ব্যবস্থা নেন। ফলে শনিবার থেকে ব্লক ফেলে ভাঙ্গন রোধের কাজ শুরু হয়েছে।
×