ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্বালানি নিরাপত্তা বিধানই সরকারের মূল লক্ষ্য ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০৮:০৮, ৩০ জুলাই ২০১৭

জ্বালানি নিরাপত্তা বিধানই সরকারের মূল লক্ষ্য ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে জ্বালানি মিশ্রণ বহুমুখী করা হচ্ছে। জ্বালানি নিরাপত্তা বিধান ও ঘরে ঘরে সাশ্রয়ী বিদ্যুত পৌঁছে দেয়াই সরকারের মূল লক্ষ্য। প্রাথমিক জ্বালানি সরবরাহে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে এলএনজি, এলপিজি, কয়লা, স্থল এবং অগভীর-গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। শনিবার সকালে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীর ক্যান্টনমেন্টে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘এনার্জি সিনারিও এ্যান্ড প্রসপেক্ট অব পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক তথা সার্বিক উন্নয়নের পেছনে জ্বালানিশক্তির অবদান অপরিহার্য। সরকার ’২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জ্বালানিশক্তি ও খনিজসম্পদের ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সরকারের নিরলস চেষ্টায় বঙ্গোপসাগরে নতুন সমুদ্রসীমানা নির্ধারণ করা হয়েছে। এ এলাকায় প্রাকৃতিক গ্যাসসহ নানা খনিজসম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশলীগণ তাদের যথাযথ জ্ঞান ও মেধা প্রয়োগের মাধ্যমে সমুদ্রভাগের সম্পদকে ব্যবহার করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×