ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ডেল্টাভুক্ত দেশসমূহ

প্রকাশিত: ০৭:৩৯, ৩০ জুলাই ২০১৭

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ডেল্টাভুক্ত দেশসমূহ

স্টাফ রিপোর্টার ॥ সামুদ্রিক জলোচ্ছ্বাস, বন্যা, খরা, পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার সমাধানে ডেল্টা (বদ্বীপ) দেশসমূহ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দূরীকরণ, দূষণ রোধে পরিকল্পিত নগর উন্নয়নে টেকসই ব্যবস্থাপনা এবং তৃণমূলে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়েও একসঙ্গে কাজ করবে তারা। ঢাকায় আন্তর্জাতিক পানি সম্মেলনে ডেল্টার দেশসমূহের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলন থেকে এ সংক্রান্ত ২০ দফা সংবলিত ঢাকা ঘোষণা অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ রবিবার পানি সম্মেলনের ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এই আন্তর্জাতিক সম্মেলন। ঢাকা ঘোষণার অন্য বিষয়ের মধ্যে ডেল্টার দেশসমূহের উপকূলীয় এলাকায় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং খাপ খাওয়ানোর বিষয়ে জোর দেয়ার কথা বলা হয়েছে। যেখানে জনগণ জলাবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছে সেসব এলাকায় এসব ব্যবস্থা জোরদারের করার বিষয়ে তারা একমত হয়েছে। এছাড়াও ২০ দফা ঘোষণায় বদ্বীপাঞ্চলের পানি ব্যবস্থা গড়ে তুলতে এর সদস্য দেশসমূহের মধ্যে। উপ-আঞ্চলিক, বহুপক্ষীয় এবং আঞ্চলিক সহায়তার বিষয়ে তারা একমত পোষণ করেছে। গত শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই পানি সম্মেলন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ডেল্টা দেশসমূহের প্রতিনিধিদের নিয়ে পানি সংক্রান্ত বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়েছে জাতিসংঘ ঘোষিত এমডিজি-৬ এ অন্তর্ভুক্ত পানি সংক্রান্ত বৈঠকের তিনটি অংশের একটি এই পানি সম্মেলন। সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী এবং বিশেষজ্ঞরা অংশ নেন। আজ রবিবার শেষ হচ্ছে এই সম্মেলন। পানি সংক্রান্ত তিনটি বিষয়ের মধ্যে পানি সম্মেলনের অংশে শনিবার নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে। আজ রবিবারও এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। আজ বিকেলে বিকেলে ‘ঢাকা ঘোষণা’র মাধ্যমে এই পানি সম্মেলন শেষ হবে। শনিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনীর পরই তিনটি বিষয়ে ডেল্টার দেশসমূহর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইজিপ্ট, ফ্রান্স, ইন্দোনেশিয়া, জাপান, মোজাম্বিক, মিয়ানমার, কোরিয়া, নেদারল্যান্ড, ফিলিপিন্স এবং ভিয়েতনামসহ ২৩ দেশের মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
×