ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষ

তদন্ত কমিটির সময় আরও পাঁচ দিন বাড়ল

প্রকাশিত: ০৭:৩৬, ৩০ জুলাই ২০১৭

তদন্ত কমিটির সময় আরও পাঁচ দিন বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ গত ২০ জুলাই শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির সময় আরও পাঁচ কর্মদিবস বাড়ানো হয়েছে। গত ২৩ জুলাই তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেয়ায় আরও সময় বাড়ানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন্স) ও তদন্ত কমিটির প্রধান মীর রেজাউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অনেক বড়। এজন্য সব বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত চলছে। প্রকৃত সত্য তুলে আনতেই সময় বাড়িয়ে নেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২০ জুলাই পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারী কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশে অবস্থান নেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে। এতে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান (২৩) গুরুতর আহত হন। তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি বলে চিকিৎসকরা বলছেন। তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের চেন্নাইয়ে অবস্থিত শংকর নেত্রালয়ে পাঠানো হয়।
×