ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেজর জিয়াউদ্দিনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

প্রকাশিত: ০৭:৩০, ৩০ জুলাই ২০১৭

মেজর জিয়াউদ্দিনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৯ জুলাই ॥ মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ জিয়াউদ্দিনের মৃত্যুতে পিরোজপুরসহ সুন্দরবন অঞ্চলের মুক্তিযোদ্ধা, জনতা ও জেলেদের কান্না থামছে না। সুন্দরবনজুড়ে চলছে মাতম। এই বীর সেনানীর মৃত্যুতে তাদের অভিভাবক হারিয়ে গেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, জেলে সম্প্রদায়, ট্রলার চালক-মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উড়ছে কালোপতাকা। জেলা মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুরবাসীকে কালো ব্যাজ ধারণের অনুরোধ জানিয়েছেন। পিরোজপুরে তার কফিন গ্রহণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সন্ধ্যায় শহরের টাউন ক্লাবে পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সভা হয়। মুক্তিযুদ্ধে অঞ্চলের ইয়ং অফিসার এ্যাডভোকেট শামছুল হক খান বলেন, মেজর অবঃ জিয়াউদ্দিন স্যারের বড় গুণ ছিল সাহসিকতা, দক্ষতা ও তীক্ষèতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ। সুন্দরবনে মুক্তিযোদ্ধাদের কয়েক শ’ ক্যাম্প পরিচালনা করতেন তিনি। মেজর জিয়াউদ্দিনের কফিন রাতে শনিবার রাতে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কফিন সিএমএইচের সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ রবিবার সকাল নয়টায় ঢাকায় ধানম-ি ৭১ নং বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাদজোহর কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। বিকেলে পিরোজপুরের উদ্দেশে রওনা হবে।
×