ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসছে ফেসবুক টিভি

প্রকাশিত: ০৬:২৩, ৩০ জুলাই ২০১৭

আসছে ফেসবুক টিভি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। শীঘ্রই প্রতিষ্ঠানটি চালু করবে তাদের ভিডিও স্ট্রিমিং ফিচার। এটা মূলত ফেসবুক টিভি হিসেবে পরিচিতি পাবে। আগস্টের মাঝামাঝি ফেসবুক টিভি চালু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মার্ক জাকারবার্গ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভিডিও পার্টনারের খোঁজে নেমেছেন। কিছু কনটেন্ট প্রতিষ্ঠান নাকি স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র তৈরিও করেছে। এগুলো শুরুর দিকে ফেসবুক টিভিতে দেখানো হতে পারে। পুরো ব্যবস্থাটির সঙ্গে সাবেক টিভি এবং গণমাধ্যম নির্বাহীদের নিয়োগ দেয়া হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লমবার্গ এমনটিই জানিয়েছে। এদিকে ফেসবুক সম্প্রতি তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে। প্রান্তিক আয়ে ওয়াল স্ট্রীটের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি। মোবাইল বিজ্ঞাপনে ভাল করায় এই প্রান্তিকে তাদের রাজস্ব আয় হয়েছে ৯ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। -অর্থনৈতিক রিপোর্টার ‘ইন সার্চ অব দ্য মোস্ট ক্রিয়েটিভ ইয়ং প্রফেশনালস’ শীর্ষক বিষয়বস্তু নিয়ে সম্প্রতি ঢাকার ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ং লায়ন্স কম্পিটিশন’। এ বছর প্রতিযোগিতার ইন্টিগ্রেটেড ক্যাম্পেন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়ে গ্রে এ্যাডভার্টাইজিংয়ের টিম-আইএফ
×