ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আব্দুল মুহাইমেন ইউসিবির নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৬:২৩, ৩০ জুলাই ২০১৭

আব্দুল মুহাইমেন ইউসিবির নতুন ব্যবস্থাপনা পরিচালক

এ.ই. আব্দুল মুহাইমেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ইউসিবিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। মুহাইমেন ৩০ বছরেরও বেশি এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে ব্যাংকিং ব্যবস্থাপনার সি-লেভেল কর্মক্ষেত্রসহ নানাক্ষেত্রে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্বরত ছিলেন। মুহাইমেন ১৯৮৬ সালে এ এন জেড গ্রীন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি এ এন জেড গ্রীন্ডলেজ ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্বরত ছিলেন। তিনি সর্বশেষ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের এসএমই ও মর্টগেজ বিভাগের আঞ্চলিক প্রধানের দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের কন্সিউমার ব্যাংকিং বিজনেসের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। -বিজ্ঞপ্তি মামলা মীমাংসায় এ্যাপেল-নোকিয়া চুক্তি অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছর মে মাসে স্মার্টফোনের প্যাটেন্ট করা প্রযুক্তি ব্যবহার নিয়ে মামলা মীমাংসায় আসে ফিনিশ প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া ও মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। মীমাংসার শর্তমতো নোকিয়াকে দুই শ’ কোটি ডলার পরিশোধ করেছে এ্যাপল, খবর আইএএনএসের। ২০১৬ সালের ডিসেম্বরে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বিস্তার করা প্রতিষ্ঠানটি। এরপর নোকিয়া জানায়, তারা ১১টি দেশে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ৪০টি প্যাটেন্ট মামলা করেছে। এই মামলায় নোকিয়া দাবি করে, ডিসপ্লে, ইউজার ইন্টারফেস আর ভিডিও এনকোডিংসহ এ্যাপল ৩২টি প্যাটেন্ট লঙ্ঘন করেছে। চলতি বছর মে মাসে দুই প্রতিষ্ঠান একটি চুক্তি সই করে। এর মাধ্যমে এ্যাপল প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারবে আর নোকিয়া এর জন্য নগদ অর্থ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
×