ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ॥ পরিবেশ মন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ জুলাই ২০১৭

সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ॥ পরিবেশ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥‘বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব’ বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের শহীদ মিনার পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সুন্দরবন সুরক্ষায় বর্তমান সরকার বিদেশীদের উপর নির্ভরশীল না হয়ে নানা কর্মসূচী হাতে নিয়েছে। সুন্দরবন রক্ষায় বিদেশী অর্থায়নে চলতে থাকা স্মার্ট পেট্রলিং তারা বন্ধ করে দিয়েছে। তারপরও আমরা নিজস্ব অর্থায়নে এই স্মার্ট পেট্রলিং চালু রেখেছি। সুন্দরবন না থাকলে বাগেরহাট-খুলনা নয় মঠবাড়িয়া ও গোপালগঞ্জও থাকবে না। সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের বাঘ অনেক নিরাপদে রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন পত্রিকায় সুন্দরবনের বাঘের সংখ্যার উপর প্রতিবেদন করা হয়। এগুলো কিন্তু আমাদের কোন জরিপের উপর ভিত্তি করে করা হয় না। বিদেশীদের করা জরিপের উপর ভিত্তি করা হয়। আলোচনা সভায় প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোহাম্মদ সফিউল আলম চৌধুরী বলেন, বিগত দিনের চেয়ে সুন্দরবনের বাঘ আজ অনেক বেশি নিরাপদ। আগামী ২০২২ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে। তাই সুন্দরবন সুরক্ষা ও সুন্দরবন সংলগ্ন লোকালয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ৭শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পটি অনুমোদিত হলে সুন্দরবন রক্ষার পাশাপাশি বন সন্নহিত উপকূলের মানুষের জীবন-যাপন আরও উন্নতি হবে। প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ, খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহামুদুল হাসান। আলোচনা সভা শেষে বাঘ সুরক্ষায় মনোজ্ঞ পটগান ও লোকজ সঙ্গীত পরিবেশন করা হয়।
×