ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতে জামালপুর নেত্রকোনায় দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ জুলাই ২০১৭

বজ্রপাতে জামালপুর নেত্রকোনায় দুইজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ও নেত্রকোনা, ২৯ জুলাই ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে শনিবার দুপুরে রফিকুল ইসলাম (৩৫) নামের একজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। তার বাড়ি ওই ইউনিয়নের পাটাদহপাড়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, পাটাদহ গ্রামের সাহার আলীর ছেলে কৃষক রফিকুল ইসলাম সকালে স্থানীয় ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় আকস্মিক তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাননন্দবাড়ী স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী আসাদুজ্জামান জানান, রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা গেছেন। চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বজ্রপাতে কৃষক রফিকুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নেত্রকোনার দুর্গাপুরে বেলা ১১টায় সোমেশ্বরী নদীতে কয়লা উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে রহিমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। পৌর কাউন্সিলর মোঃ নুরুল আকরাম খাঁন জানান, বারইপাড়া গ্রামের আব্দুল সাত্তারের স্ত্রী রহিমা প্রায় প্রতিদিনই নদীতে কয়লা তোলেন। সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছিল, হাতে ১টি লোহার রড দিয়ে মাটিতে কয়লা চিহ্নিত করতে ছিলেন, এ সময় আকাশে বিদ্যুত চমকালে ওই লোহার রডে বিদ্যুত প্রবাহের কারণে ঘটনা স্থলেই নিহত হয় রহিমা।
×