ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় প্লাস্টিকের বিপুল নকল ডিম উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ জুলাই ২০১৭

পটিয়ায় প্লাস্টিকের বিপুল নকল ডিম উদ্ধার

বিকাশ চৌধুরী, পটিয়া থেকে ॥ প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি বিপুল নকল ডিম চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় মোঃ আরমান (২৩) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। সে পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের পুত্র। শুক্রবার রাতে পটিয়া থানা-পুলিশ কামাল বাজারের শাহ আমির পোলট্রি ফার্ম নামের একটি দোকান থেকে এসব নকল ডিম উদ্ধার করে। ওইদিন সন্ধ্যায় পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের বিচারক (বোয়ালখালী) মোঃ মনির হোসেন দোকান থেকে ৬টি ডিম কিনে বাসায় গিয়ে নুডলস বানাতে গেলে নকল ডিমের তথ্য ফাঁস হয়। বিচারক তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ডিম উদ্ধার করে থানায় নিয়ে যায়। মানবদেহের জন্য ক্ষতিকর প্লাস্টিকের তৈরি নকল ডিম উদ্ধারের ঘটনায় এলাকায় বেশ তোলপাড় চলছে। পুলিশ এখনও নকল ডিমের কারখানার সন্ধান কিংবা মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের বিচারক (বোয়ালখালী) মোঃ মনির হোসেন শুক্রবার সন্ধ্যায় পৌর সদরের কামাল বাজার এলাকার একটি দোকান থেকে ৬টি ডিম ক্রয় করেন। সাদা রঙের ডিমগুলো বাসায় নিয়ে তিনি তা দিয়ে নুডলস বানাতে গেলে একপর্যায়ে ডিমগুলো ঘোলা হয়ে যায় এবং তা প্লাস্টিকের মতো গলে যায়। এতে বিচারকের সন্দেহ হলে পুলিশসহ বিচারক আবার ডিমের দোকানে গিয়ে প্রায় দুই হাজার ডিম জব্দ করে। ঘটনাস্থল থেকে পুলিশ দোকান মালিকের ছোট ভাই আরমানকে আটক করেছে। রাতে এ প্রতিবেদক দোকানের মালিক মোঃ আরফাতের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ডিমগুলো কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার এসএইচ পোলট্রি এ্যান্ড ফিড নামের একটি প্রতিষ্ঠান থেকে পাইকারি কেনা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠান থেকে পাইকারি ডিম কিনে পটিয়া কামাল বাজার এলাকার তার ডিমের দোকানে বিক্রি করে আসছিল। তবে ডিমে ভেজাল আছে কিনা তিনি (দোকানি আরফাত) জানেন না বলে জানান। পুলিশের ধারণা প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি নকল ডিমগুলো কক্সবাজার থেকে একটি সিন্ডিকেট পটিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিল। সিন্ডিকেটের মূলহোতাকে ধরতে পারলেই নকল ডিম তৈরির কারখানার সন্ধান পাওয়া যাবে। পটিয়া থানার এএসআই মোঃ মামুন মোস্তফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানান। এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি নকল ডিম বাজার করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। জব্দকৃত ডিমগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি ডিমগুলো খেলে মানবদেহের লিভার, কিডনি নষ্টসহ মরণব্যাধি ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে।
×