ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিসা কার্টিসের ঢাকা সফর ফের স্থগিত

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ জুলাই ২০১৭

লিসা কার্টিসের ঢাকা সফর ফের স্থগিত

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিসের আজ রবিবারের ঢাকা সফর শেষ মুহূর্তে আবারও স্থগিত হয়ে গেল। ওয়াশিংটনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত হয়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। লিসা কার্টিসের ঢাকা সফরের সময়সূচী অনুযায়ী আজ রবিবার ভোরে পৌঁছানোর কথা ছিল। সফর শেষে ঢাকা থেকে একই দিন সন্ধ্যায় নয়াদিল্লী যাওয়ারও কথা ছিল লিসার। তবে শনিবার ওয়াশিংটনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত হয়ে যায়। সূত্র জানায়, লিসা কার্টিসের ঢাকা সফর চূড়ান্ত হওয়ার পরে গত বৃহস্পতিবার প্রথম দফায় এ সফর স্থগিত হয়। সে সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক হওয়ার কারণে তার ঢাকা সফর স্থগিত হয়ে যায়। তবে তার ১২ ঘণ্টা পর ঢাকা সফরের বিষয়টি আবার চূড়ান্ত হয়। শেষ পর্যন্ত শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার ঢাকা সফর দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যায়। ওয়াশিংটন থেকে এমিরাটসের একটি ফ্লাইটে তার ঢাকা আসার কথা ছিল। এদিকে ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে হোয়াইট হাউস প্রশাসনে অস্থিরতা শুরু হয়েছে। হোয়াইট হাউসের শীর্ষ পদে বেশ কয়েকটি রদবদল হয়েছে। সেই রদবদলের ধারাবাহিকতা এখনও চলছে। শনিবারও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রদবদল করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জন কেলিকে নতুন চিফ অব স্টাফ নিয়োগ দিয়েছেন। এর আগে এ পদে দায়িত্ব পালন করতেন রাইনস প্রিবাস। জন কেলি রাইনস প্রিবাসের পদে যোগ দিয়েছেন। শনিবার এ ঘটনার পরেই লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত সপ্তাহে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে তিনি পতদ্যাগের সিদ্ধান্ত নেন। দীর্ঘদিনের সমর্থক অর্থনীতিবিদ এ্যান্থনি স্কারামেচিকে নিজের শীর্ষ যোগাযোগ কর্মকর্তা পদে নিয়োগ দেন ট্রাম্প। ওই নিয়োগের প্রতিবাদে পদত্যাগ করেন ক্ষুব্ধ শন স্পাইসার। লিসা কার্টিসের ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা ছিল। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক গত জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় তিনি ওয়াশিংটনে ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিসের সঙ্গেও সাক্ষাত করেছিলেন। তারা দুজনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিশেষ করে সন্ত্রাস ও সহিংসতা দমনের বিষয়েও আলোচনা করেন। লিসা কার্টিস বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ গণতন্ত্রকে স্বাগত জানান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন কার্টিস। পররাষ্ট্র সচিব তখনই লিসা কার্টিসকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। লিসা কার্টিস আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী এ সফর হওয়ার কথা ছিল।
×