ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় ২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি এ ঘটনায় কর্মকর্তাসহ তাদের ৬ জন আহত হয়েছে। জেলার কসবায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায়। উপজেলার কুটি ইউনিয়নের মাইজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। কসবা থানা পুলিশের দাবি সে ‘চিহ্নিত’ মাদক বিক্রেতা। এ ঘটনায় কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, কনস্টেবল ইব্রাহিম ও নজরুল আহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা ইউসুফকে আটক করে পুলিশ। তখন তার কাছ থেকে ৯০ কেজি গাজা উদ্ধার করে। রাতে তাকে নিয়ে মাদক উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ। এ সময় ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পরে নিজেদের আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ মারা যায়। এছাড়া ইউসুফের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই বলে কবসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এদিকে জেলার সরাইলে শুক্রবার রাতে অপর বন্দুকযুদ্ধের ঘটনায় রুকন মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ দাবি করেছে, নিহত ব্যক্তি সিএনজি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।
×