ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিওএ’র অলিম্পিক ডে পালন

প্রকাশিত: ০৪:২৭, ৩০ জুলাই ২০১৭

বিওএ’র অলিম্পিক ডে পালন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে পালিত দুইদিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টায় বিওএ’র অডিটরিয়ামে অলিম্পিক ডে ২০১৭ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিওএ’র উপ-মহাসচিব এবং অলিম্পিক ডে ২০১৭’র সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান মিকু। আরও উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব এবং অলিম্পিক ডে ২০১৭’র সাংগঠনিক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান কোহিনুর, বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন উপ-কমিটির আহ্বায়ক তাবিউর রহমান ও সদস্য সচিব কেএম শহিদুল্লাহ। বিচারক ম-লীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মামুন খান। অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি বিভাগে সর্বমোট ৩০ প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ পুরস্কারে ভূষিত করেন। উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজন প্রতিবন্ধী শিশু শিল্পীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিকেএসপির জয় অপির হ্যাটট্রিকে ঢাকা মহানগরী ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ঢাকা মহানগরী ফুটবল টুর্নামেন্টে’র প্রথম আসরে শনিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ২-০ গোলে হারায় বাফুফে অনুর্ধ-১৬ একাদশকে। জয়ী দলের শিপন জোড়া গোল করেন। অপর ম্যাচে বিকেএসপি ৩-০ গোলে হারায় নারিন্দা জুনিয়র লায়ন্সকে। জয়ী দলের মেরাজ হোসেন অপি হ্যাটট্রিক করেন।
×