ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যাটলিনের বিশ্বাস অবসর ভেঙ্গে ফিরবেন বোল্ট

প্রকাশিত: ০৪:২৬, ৩০ জুলাই ২০১৭

গ্যাটলিনের বিশ্বাস অবসর ভেঙ্গে ফিরবেন বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স বাধা মানে না যদি উদ্যম আর ইচ্ছাশক্তি ভরপুর থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন যেন সেটারই উপযুক্ত দৃষ্টান্ত। ৩৪ বছর বয়সেও তিনি একের পর এক রেসে অংশ নিচ্ছেন। কিন্তু সর্বকালের সবচেয়ে গতিধর মানব উসাইন বোল্ট ৩০ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন বিশ্বরেকর্ডধারী জ্যামাইকান বিদ্যুত। কিন্তু গ্যাটলিন মনেপ্রাণে বিশ্বাস করেন এই অবসর ভেঙ্গে আবারও ফিরতে পারেন বোল্ট। অনেকেই এখন থেকে ভাবনায় পড়ে গেছেন। বোল্ট অবসরে গেলে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের যে আকর্ষণ বিশ্বব্যাপী তাতে ভাটা পড়বে। বিশ্বব্যাপী ক্রীড়াপ্রেমীদের উৎসাহ, উদ্দীপনা কমে যাবে স্প্রিন্ট ইভেন্ট থেকে। এবার বিশ্ব আসরই শেষ তারজন্য। শুধু ১০০ মিটার স্প্রিন্ট এবং দলগত ১০০ মিটার স্প্রিন্ট রিলেতে অংশ নেবেন তিনি। ২০১৩ সালের জুনে সর্বশেষবার পরাজয় দেখেছিলেন বোল্ট। সেবার গ্যাটলিনের কাছেই হেরে গিয়েছিলেন। এরপর থেকে ধারাবাহিক সাফল্যে উদ্ভাসিত হয়েছেন বোল্ট। তার অবসর এখন এগিয়ে এসেছে। এ বিষয়ে গ্যাটলিন বলেন, ‘যখন কেউ সবকিছুই পেতেই থাকে তখন আর কোন প্রাপ্তির আকাক্সক্ষা থাকে না। আমি জানি কোন একটা কারণে তিনি ফুটবল খেলতে চান এমনটা জানিয়েছেন। এটা হতে পারে তারজন্য ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বাইরে কে অপেক্ষা করছে সেটা দেখার জন্য। কিন্তু আমার মনে হয় তার সবসময়ই সুযোগ আছে আবার ফিরে আসার। এখনও সে ফিরে আসতে পারে। তিনি এক বছর বিশ্রাম নিতে পারেন এবং শেষ পর্যন্ত বলবেন- আমি ট্র্যাকটাকে অনেক বেশি পছন্দ করি।
×