ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গল টেস্টে বড় জয়ে এগিয়ে গেল ভারত

প্রকাশিত: ০৪:২৬, ৩০ জুলাই ২০১৭

গল টেস্টে বড় জয়ে এগিয়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ‘ঘরের মাটিতে শ্রীলঙ্কা ভাল দল। তবে নিজেদের ব্র্যান্ড ক্রিকেট খেলেই পার্থক্যটা বুঝিয়ে দিতে চাই। প্রমাণ করতে চাই কেন আমরা নাম্বার ওয়ান।’ সিরিজের ফল কি হবে, সেটি দেখার অপেক্ষা, তবে গলের প্রথম টেস্টটা নাম্বার ওয়ানের মতোই জিতল সফরকারীরা। চারদিনেই ৩০৪ রানের ব্যবধানে ফল নির্ধারণ বলে প্রতিপক্ষকে নিয়ে কি খেলাটাই না খেললেন শিখর ধাওয়ান-রবিচন্দ্রন অশ্বিনরা। প্রথম ইনিংসে ঠিক ৬০০ রান করা ভারত ২৪০/৩-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৫৫০ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে শনিবার চতুর্থদিনে ২৪৫ রানে অলআউট লঙ্কানরা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৯১। ১৯০ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের ওপেনার শিখর ধাওয়ান। দাপুটে জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল কোহলির দল। কলম্বোয় বৃহস্পতিবার শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। সাড়ে ৫শ’ রান করে জিততে হলে গড়তে হতো নতুন রেকর্ড। চোটের জন্য আসেলা গুনারতেœ ও রঙ্গনা হেরাথকে হারানো স্বাগতিকরা যেতে পারেনি তার ধারে কাছেও। রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার দুরন্ত স্পিনের মুখে ৭৬.৫ ওভারে অলআউট হয়ে যায় ২৪৫ রানে। উপুল থারাঙ্গা (১০) ও দানুশকা গুনাথিলকার (২) দ্রুত বিদায়ে চাপে পড়া শ্রীলঙ্কা প্রতিরোধ গড়ে দিমুথ করুনারতেœ ও কুসল মেন্ডিসের (৩৬) ব্যাটে। প্রথম ইনিংসে শূন্য (০) রানে ফেরা মেন্ডিস এবার করেন ৩৬ রান। তাকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভাঙ্গেন জাদেজা। দ্রুত এ্যাঞ্জেলো ম্যাথুসকে (২) ফিরিয়ে শ্রীলঙ্কার বিপদ আরও বাড়ান বাঁহাতি স্পিনার জাদেজা। এরপরই নিজেদের সেরা জুটি পায় লঙ্কানরা। করুনারতেœর সঙ্গে নিরোশান ডিকভেলার ১০১ রানের জুটিতে ম্যাচ পঞ্চমদিনে নেয়ার সম্ভাবনা জেগেছিল। ১০টি চারে ৬৭ রান করা ডিকভেলাকে বিদায় করে দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। পরে এই অফ স্পিনার তিন বলের মধ্যে ফিরিয়ে দেন করুনারতেœ ও নুয়ান প্রদীপকে। মাত্র ৩ রানের জন্য শতক পাননি উদ্বোধনী ব্যাটসম্যান করুনারতেœ। ২০৮ বলে তার ৯৭ রানের ইনিংসটি গড়া ৯টি চারে। প্রথম ইনিংসের মতো এবারও অপরাজিত দিলরুয়ান পেরেরা। লাহিরু কুমারাকে মোহাম্মদ শামির ক্যাচে পরিণত করে ভারতকে জয় এনে দেন জাদেজা। চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি গুনারতেœ ও অধিনায়ক রঙ্গনা হেরাথ। তিনটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। দুই পেসার শামি ও উমেশ যাদব নেন একটি করে উইকেট। এর আগে শনিবার ৩ উইকেটে ১৮৯ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে ভারত। কোন উইকেট না হারিয়ে আরও ৫১ রান যোগ করে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৭৬ রান নিয়ে দিন শুরু করা কোহলি পেয়েছেন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির দেখা। অধিনায়ক অপরাজিত থাকেন ১০৩ রান করে। আগের দিনের পাঁচটি চারের সঙ্গে এদিন যোগ করেছেন একটি ছক্কা। এর মধ্য দিয়ে শচীন টেন্ডুলকরকে টপকে অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দ্রুত ১ হাজার রানের রেকর্ডে নাম লেখান সুপার কোহলি। ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে অজিঙ্কা রাহানে অপরাজিত ২৩ ।
×