ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শচীনের আরও একটি রেকর্ড ভাঙলেন কোহলি

প্রকাশিত: ০৪:২৪, ৩০ জুলাই ২০১৭

শচীনের আরও একটি রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ এ মাসের শুরুর দিকে উইন্ডিজ সফরে স্যাবাইনা পার্কে ক্যারিয়ারের ২৮তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। রান টপকে জয়ের ক্ষেত্রে শচীন টেন্ডুলকরকে টপকে যেটি ছিল নতুন রেকর্ড। প্রশ্ন করা হয়েছিল আসলেই কি পূর্বসূরি গ্রেটকে ছাড়িয়ে যাওয়ার পথে হাঁটছেনÑ উত্তরে কোহলি বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১শ সেঞ্চুরি ভাবা যায়? শচীনকে ছাড়িয়ে যাওয়ার দুঃসাহস দেখাতে চাই না। তবে অবসরের আগে খেলাটাকে এমন কিছু দিতে চাই যাতে মানুষ আমাকে মনে রাখে।’ শচীনকে ছাড়িয়ে যেতে পারবেন কি না সময়েই তার উত্তর মিলবে। তবে রেকর্ড কিন্তু ঠিকই করে চলেছেন কোহলি। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দ্রুত ১০০০ টেস্ট রানের নতুন নজির স্থাপনে সেই শচীনকেই যে পেছনে ফেললেন এবার। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৩ রানের পথে নতুন এই রেকর্ড গড়েন কোহলি। অধিনায়ক হিসেবে (নেতৃত্বের অভিষেক থেকে) বিদেশের মাটিতে টেস্টে দ্রুত ১০০০ রান করার দৌড়ে শচীনকে টপকে গেছেন কোহলি। অপরাজিত সেঞ্চুরির পথে আগেরদিন ৭৬ রান করেই নতুন মাইলফলকে পা রাখেন ভারতীয় ক্রিকেটের সময়ের ক্রেজি হিরো। টেস্ট অধিনায়ক হিসেবে শচীন বিদেশের মাটিতে ১০০০ রান পেয়েছিলেন ১৯ ইনিংসে। কোহলির এই মাইলফলক ছুঁতে লাগল ১৭ ইনিংস। এর মানে বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে কোহলি ১০০০ রান করলেন গ্রেট শচীনের চেয়ে ২ ইনিংস কম খেলে। সর্বোপরি তালিকায় কোহলি আছেন চার নম্বরে। ১৩ ইনিংসে হাজার রান করে সবার ওপরে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট স্যার গ্যারি সোবার্স, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড তারকা এ্যালিস্টার কুক (১৪ ইনিংস) ও তৃতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান বব সিম্পসন (১৬ ইনিংসে, ১৯৫৭-১৯৭৮)। ৫৮ টেস্টে কোহলির এটি ১৭ নম্বর সেঞ্চুরি। ৫২ গড়ে রান ৪ হাজার ৬ শ’র ওপরে। বয়স মাত্র ২৮, এভাবে চলতে থাকলে আসলেই অনেকদূর যাবেন। কদিন আগে শচীনের আরেকটি রেকর্ড ভেঙ্গে দেন কোহলি। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে দলকে জেতান। রান তাড়া করতে নেমে সেঞ্চুরির হিসেবে ভারতের সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যান তিনি। প্রতিপক্ষের রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শচীন ২৩২ ইনিংসে পেয়েছিলেন ১৭ সেঞ্চুরি। ব্যাটিং জিনিয়াসের সেঞ্চুরির এই রেকর্ড ভেঙ্গে ১৮তম সেঞ্চুরির দেখা পেতে কোহলির লাগে ১০২ ইনিংস। ১১৬ ইনিংসে ১১ সেঞ্চুরি নিয়ে তালিকায় তৃতীয় স্থানে লঙ্কান তিলকারতেœ দিলশান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার রানের নতুন রেকর্ড গড়েন কোহলি। দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সকে টপকে যান তিনি। এবির লেগেছিল ১৮২ ইনিংস, কোহলির ১৭৫। কেবল ৮ হাজারি ক্লাবই নয়, ৫, ৬ ও ৭ হাজারি ক্লাবে পৌঁছানোর দ্রুততম রেকর্ডও কোহলির অধিকারে। এর সবকটি ভেঙ্গেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলাকে পেছনে ফেলে। ১৮৯ ওয়ানডেতে কোহলির রান ৮২৫৭। সেঞ্চুরি ২৮টি। ৫৮ টেস্টে সেঞ্চুরি ১৭। দুই ভার্সন মিলে সেঞ্চুরির সংখ্যা ৪৬। শচীনের মোট সেঞ্চুরি ঠিক ১০০। তবে ৪০ বছর বয়সে অবসর নেয়ার আগে এজন্য দুইযুগ খেলতে হয়েছিল সাবেক গ্রেটকে।
×