ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব সাঁতারে ৩ স্বর্ণ রাশিয়ার, আকর্ষণের কেন্দ্রে ড্রেসেল, পিয়েটি

ফ্রিস্টাইলে গৌরব পুনরুদ্ধার জুলিয়ার

প্রকাশিত: ০৪:২২, ৩০ জুলাই ২০১৭

ফ্রিস্টাইলে গৌরব পুনরুদ্ধার জুলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলাদের ফ্রিস্টাইল ইভেন্টের অধিকাংশ লড়াই শেষ হয়ে গেছে। এ কারণে স্বর্ণকন্যা কেটি লিডেকি আপাতত আলোচনার বাইরে। তবে বুদাপেস্টে চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে এখন আলোচনার কেন্দ্রে আছেন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল এবং ব্রিটেনের এডাম পিয়েটি। তবে এ দুই পুরুষ সাঁতারুকেও পেছনে ফেলে শুক্রবার রাতে আলোচনায় এসেছেন জুলিয়া এফিমোভা। ডোপটেস্ট নিয়ে নানাবিধ বিতর্কের মধ্যে থাকা এ রাশিয়ান তারকা মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের স্বর্ণপদক পুনরুদ্ধার করেছেন। যুক্তরাষ্ট্রের তরুণী লিলি কিংয়ের কাছে পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন তিনি। এদিন সবমিলিয়ে তিনটি স্বর্ণপদক জিতেছে ডোপ কলঙ্কে চাপের মুখে থাকা রাশিয়া। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণও জিতেছে তারা। আবার পুরুষদের ৪ঢ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রৌপ্য জিতে দিনটি নিজেদের করে নিয়েছে রাশিয়া। ২৫ বছর বয়সী এফিমোভা ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ ছিলেন। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে ১৬ মাস তাকে নিষিদ্ধ করেছিল ফিনা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর রিও অলিম্পিকে অংশগ্রহণ নিয়েও হয়েছে বিতর্ক। রাশিয়ার অধিকাংশ এ্যাথলেট নিষিদ্ধ হয় তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ পাপে জড়িয়ে পড়ার জন্য। এফিমোভাকেও অলিম্পিক কমিটি (আইওসি) প্রাথমিক অবস্থায় অনুমোদন দেয়নি। তবে আইনী লড়াইয়ে জিতে রিও অলিম্পিকে নেমেছিলেন। সেই সময় উদীয়মান মার্কিন তরুণী সাঁতারু লিলি তাকে ‘ড্রাগ প্রতারক’ হিসেবে আখ্যা দিয়ে মৌখিক ভর্ৎসনায় তীব্র আঘাত করেছিলেন। শেষ পর্যন্ত লিলির কাছে হেরেও যান। এবার বিশ্ব আসরেও তিনিই ছিলেন এফিমোভার চরম প্রতিপক্ষ। কিন্তু ১০০ মিটার অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন ২০ বছর বয়সী এ তরুণী এবার কোন পদকই জিততে পারলেন না ২০০ মিটার ব্রেস্টে। প্রথম ৫০ মিটারে তিনিই সবচেয়ে এগিয়ে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এফিমোভার চেয়ে ২.৪৭ সেকেন্ড পিছিয়ে থেকে চতুর্থ হন। এফিমোভা চরম এই প্রতিশোধ তুলে নেয়ার পথে ২ মিনিট ১৯.৬৪ সেকেন্ড টাইমিং গড়েন। লিলি না পারলেও তার স্বদেশী বেথানি গ্যালাট ২.১৩ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য এবং চীনের শি জিংলিন ২.২৯ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ জয় করেন। জয়ের পর এফিমোভা বলেন, ‘আমি এই ইভেন্টে জয়ের প্রত্যাশায় ছিলাম। তাই এটা আমার কাছে আশ্চর্যের কোন ব্যাপার নয়। লিলি কিং আমাকে অভিনন্দন জানিয়েছে। রেসের সময় তাকে আমি খেয়াল করিনি কারণ সে আট নম্বর লেনে ছিল। তবে পুরোটা সময় সে আমার মনের মধ্যেই ছিল।’ দিনটি রাশিয়ার জন্য আনন্দময় করে তোলেন আন্তন চুপকোভ। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জয় করেন তিনি নতুন চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়ে। ২০ বছর বয়সী এ তরুণ ২ মিনিট ৬.৯৬ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন এবং বলেন, ‘অবশেষে এটা ঘটল। আমাদের জাতীয় দল খুবই ভাল করেছে আজ (শুক্রবার) রাতে। এখন পর্যন্ত এখানে এটাই সবচেয়ে ভাল দিন রাশিয়ার জন্য। তিনটি স্বর্ণ এবং একটি রৌপ্যই আমাদের উন্নতিটাকে জানিয়ে দিচ্ছে।’ রাশিয়ার স্বর্ণের হ্যাটট্রিক পূর্ণ হয়েছে চুপকোভকে দিয়েই। শুরুটা হয়েছিল পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক দিয়ে। এভগেনি রাইলোভ ১ মিনিট ৫৩.৬১ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জয় করেন। ২০ বছর বয়সী এ তরুণ হারিয়ে দেন যুক্তরাষ্ট্রের ১০০ ও ২০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন রায়ান মারফিকে। ০.৬০ সেকেন্ড পিছিয়ে ছিলেন এ মার্কিন তারকা। পরাজয়ের পর মারফি বলেন, ‘আমি অবশ্যই হতাশ। যে ব্যক্তি দ্রুততম হিসেবে শেষ করবে সেটা আমি হতে চাই। কিন্তু রাইলোভকে ছুঁতে হলে আমার আরও কঠোর পরিশ্রম করতে হবে।’ তবে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। সিমোন ম্যানুয়েল ৫২.২৭ সেকেন্ড টাইমিংয়ে পেছনে ফেলেন সুইডেনের সারাহ সিয়স্ট্রমকে। মাত্র ০.০৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন তিনি। ডেনমার্কের পারনিল ব্লুম ০.৪২ সেকেন্ড পিছিয়ে ব্রোঞ্জ জেতেন। পুরুষদের ৪ঢ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও আছে রাশিয়ার জন্য সুখকর ফলাফল। গ্রেট ব্রিটেনের দল সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জিতেছে। আর ০.৯৮ সেকেন্ড পিছিয়ে থেকে রাশিয়ান সাঁতারুরা রৌপ্য তুলে আনেন। চলতি আসরে এটি ছিল ব্রিটেনের চতুর্থ স্বর্ণপদক। পিয়েটি ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এবং বেন প্রাউড ৫০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জয় করেন। পিয়েটি দুটিতেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তাকে নিয়ে বুদাপেস্টে শুরু হয়েছে আলোড়ন। ২২ বছর বয়সী এ তারকাই এখন সাঁতারের জগতে সুপারস্টারে পরিণত হয়েছেন। কারণ কিংবদন্তি মাইকেল ফেলপস অবসর নিয়েছেন। এ কারণে পিয়েটিকে নিয়েই এখন আলোচনা। তবে সেই আলোচনায় আছেন আরেক তারকা ক্যালেব ড্রেসেল। মার্কিন এ তারকাই এখন একাধারে ফ্রিস্টাইল, বাটারফ্লাই মিডলেতে অন্যতম উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন ফেলপস ও রায়ান লোচেটের। ইতোমধ্যেই তিনটি স্বর্ণপদক জিতেছেন তিনি বুদাপেস্টে চলমান এ বিশ্ব আসরে। ১০০ মিটার ফ্রিস্টাইল, ১০০ মিটার ফ্রিস্টাইলের রিলে এবং ১০০ মিটার মিডলে রিলেতে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন। ৫০ মিটার ফ্রি এবং ১০০ মিটার ফ্লাইয়ের ফাইনালেও উঠেছেন দারুণ টাইমিং গড়ে। তিনিই অন্যতম ফেবারিট এ দুই ইভেন্টের স্বর্ণপদক জয়ে।
×